Thursday, January 24, 2019

গর্জে উঠ আজি উঠ মাদকের বিরু্দ্ধে


                   
                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই তোরা এবার জাগ, এবার সময় এলো
রুখে দে বন্ধ কর যুদ্ধে যাবার  সময় হলো         

চল চল আজি তোরা চল যাই যুদ্ধে
গর্জে উঠ আজি উঠ মাদকের বিরু্দ্ধে

হয় তো আমরাই হারিয়ে দিবো গুড়িয়ে দিবো
চল তোরা চল আজি চল দেখে নেবো ।

উঁচু শিরে আমরা সবাই বিজয় কেতন রাখব ধরে
আয় তোরা আয় মাদক মুক্ত সমাজ যাই গড়ে ।

শপথের সাথে যুদ্ধে গিয়ে মাদক নেশা তাড়াবো
আয় তোরা আয় সুস্থ সবল দেহ মনে থাকবো ।

চল চল আজি তোরা চল যাই যুদ্ধে
গর্জে উঠ আজি উঠ মাদকের বিরু্দ্ধে ।
----------------------------------------------------------21.05.2018 -রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment