Tuesday, January 22, 2019

তবে কেন স্থগিত হলো ?



                                                          কবি-মোঃ আমিনুল এহছান মোল্লা।
নির্বাচনের উত্তাপ থেমে গেছে ভাই এখনি,
অশুভদের চক্রে ভরা এই বঙ্গখানি !
কোন সে ষড়জাল ছড়ায়াছে দেখতে পাও কি কেউ ?
হঠাৎ মীর জাফরের ঢেউ !

প্রাণে প্রাণে বয়ে গেছে রক্ত গঙ্গার পানি্
এ ক্ষমতার শোষণ যেন কেড়ে নিল বুকের মধ্যমণি ।
প্রার্থীতা দিলে নির্বাচনে, লক্ষ স্বপ্ন তার..
নতুন করে দিবে এনে জাতির উপহার ।

বাড়ী-গাড়ী সব গেল নির্বাচনের মাঠে,
প্রার্থী- ভোটারের সম্মানটুকু কেউ দেখল না মোটে !
জাতির আলোয় নতুন কালো মুক্ত গগনে ওঠে,
গণতন্ত্রের সূর্য্টা ঐ আঁধার নিশি ফোটে,

যৌবন নিলে , অর্থ্ নিলে নির্বাচনে টানি,
তবে কেন স্থগিত হলো ? মাঝ পথে তা আনি !
স্থগিত- নিষেধ করবে যদি আইন আদালত গানে
নয় কেন তা পূর্বে দেখে আসলে নির্বাচনে ?

এতো ক্ষতি! এতো অপমান ! প্রার্থীর প্রাণে একা,
এ যেন এক নতুনরূপে দেখা ।
নির্বাচনের উত্তাপ থেমে গেছে ভাই এখনি,
রাষ্ট্রের ভাঁজে ভাঁজে আজ মীরজাফরের কানাকানি ।

ওগো, জাতির প্রত্যাশায় যেন  সন্ধ্যারি আকাশ,
অশুভ ক্ষমতার নেশায় মেটে না তার আশ,
বঙ্গে বাজিছে আজ বিশ্বাসঘাতকের ঘন্টা ধ্বনি !
থেমে গেছে থেমে গেছে স্বাধীনতার মর্মবাণী ।

তুমি যৌবন নিলে , অর্থ্ নিলে নির্বাচনে টানি,
তবে কেন স্থগিত হলো ? মাঝ পথে তা আনি !

-----------------------------------4-4-2018 ।





No comments:

Post a Comment