---কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
তোমাকে ভালবাসি বলেই
হয়তো-
আজ তুমি দুরে! অনেক
দুরে! অজনা কোন দিগন্তে
বার বার তাকাই ফিরে
ফিরে তাকাই-
কই ,তুমি তো নেই
!
যত বার খোঁজি শুধু
দেখি তুমি আছো, তুমি আছো আমার অবুঝ প্রাণে
তুমি কি আসবে না?
আমার সম্মুখে আসবে না ?
আমিতো চাই শুধু তোমাকে
চাই
অনুপম স্পর্শে স্পর্শে
চাই খুব কাছে চাই
যেমন হৃদয়ে বুঁনেছি
তোমাকে
No comments:
Post a Comment