-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
অনেকদিন পর কিছু একটা
থেকে মুক্ত হয়েছি সবাই,
কারারুদ্ধ প্রাণের
প্রবাহে প্রবাহে উঠেছে আনন্দের ঢেউ
এক বনভোজনের প্রাচুর্য্যে
।
আজ আকাশে কোন মেঘ
নেই করাল দুপুরে,
নিমর্ম্ ঘাম ঝরা ক্লান্তি
নিভে গেছে বাধাহীন প্রহর বেলা-
কিছুটাতো চাই, সুদীর্ঘ্
অবসাদের অবসান চাই এই উৎসবে
অভিলাষী মন তো বুঝে
না বিধিবদ্ধ উল্লাসের সীমা রেখা-
কিছুটাতো চাই ,এ প্রাণে
মেতে উঠুক রোমাঞ্চিত ফোয়ারা-
আরো অনেক্ষণ! আরো
অনেক্ষণ!- বহু সময় ধরে
মধু চন্দ্রিমার গভীরে
জেগে উঠুক প্রেমের নির্ম্ল ধরনী-
কতো কাল তো তুমি এই
রিক্ত প্রাণে আসনি জনাব !
এলেই যখন বার বার
এসো কারারুদ্ধ এই প্রাণ ।
এতো জয়! এতো আনন্দ
জমে উঠেছে হৃদয় গহিনে
অবসাদ প্রহর জানে,
একঘেয়েমি জীবনের কতোটা ক্ষরণ
কতোটা বিষাদময়, কতোটা
অভিশপ্ত !
আজ মরু প্রান্তরে
ফুল ফুটেছে, বিবিএস পুস্পরা জেগেছে- দৃঢ় উদ্দীপনে জেগেছে
অবরুদ্ধ পৃথিবী বুঝে
না, বিবিএস পাঞ্জেরী তো জানে
ঝরা পাতার শাখে শাখে
কিভাবে বসন্তের ফুল ফুটাতে হয়, তাইতো আজ উম্মুক্ত
এতো গান, এতো হাসি
, এতো মিলনের সমারোহ শিল্পি কুঞ্জের ভাঁজে ভাঁজে
অবাক বিষ্ময়ে দেখেছে
এ পৃথিবীর আকাশ-বাতাস-
কোথাও নেই কোন কালো
মেঘের ঘনঘটা, নেই কোন অগ্নি তুফানের নিষ্ঠুর ছোবল-
আজ শুধু উৎফুল্ল অবরুদ্ধ
যত প্রাণ!
-------------------------------------22-01-2019
।
No comments:
Post a Comment