Tuesday, January 22, 2019

যুবক দেহ পঙ্গু আজ



                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যুবকটি ঐ ট্রেনের নীচে চাঁকার সাথে ঘুরে
রক্তিম স্রোতের রক্ত কণা ফিনকি দিয়ে ঝরে ।
ঘুরছে যুবক ছিন্ন দেহে ট্রেন গাড়ীটির তলে,
সেইখানেতে পঙ্গু ছেলে চোখের পাতা খুলে
পা দুটো তার কেটে গেছে নেইতো কিছু আর !

মোবাইল হাতে আজব মানুষ আজ যে বাংলাদেশে !
যুবক মরে কেউ ধরে না সেলফি তোলার গ্রাসে

যুবকটিকে দেখতে যদি তোমরা সবে চাও,
পঙ্গুদের চিকিৎসা কেন্দ্র শ্যামলীতে যাও ।
যুবক তো নয় নিথর দেহ চোখে মুখে পানি
একটুখানি সজাগ হলেই নিতনা ট্রেনটি টানি !
নিজের ভুলে নিজের প্রাণ নড়বড় তাই করে
আজকে তাই পা দুটো তার ট্রেনটি নিল কেড়ে।

যুবক দেহ পঙ্গু আজ চুড়মার সব হাড়,
একটু ভুলে মৃত্যুর পথে সতেজ প্রাণটি তার
নিত্য তাহার মুখটি হতে জাগত দীপ্ত রাশি..
আজ যে ট্রেন নিভিয়ে গেছে সকল মুখের হাসি ।

মরতে হবে সবাই জানি তবু সাবধান হও..
পথে -ঘাটে ,চলার পথে ধর্য্য নিয়ে যাও ।
তোমার দুঃখে সেলফি তুলবে করবে উপহাস,
মানুষতো আর মানুষ নয় নিষ্ঠুর প্রাণে বাস !
-------------------------------------25-01-2018 ।



No comments:

Post a Comment