কবি-মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে বৈচিত্র রঙের এ দেশ, তোমার বুকের
কবি,
স্বপ্নের আঙ্গিনায় বুনিছে কত চারা,
আঁকিছে কত ছবি
কত মুক্তির কাব্য রচিছে, উজাড় করে
দিয়েছে ভালোবাসা
তবু আঁখি খুলে দেখনি তুমি, আর কত দুর
মায়ের আশা !
হুজুগের তালে মাতিছো তুমি, গেল গেল
নদী স্রোতে
তুমিও ছুটেছো পাল তুলে, ছদ্মবেশী যাত্রী হতে.
অন্তরে কৃষ্ণ, বাইরে শুভ্র এই মন্ত্র
যাদের কেনা- কাটা..
অন্ধ বিশ্বাসে পিছুন পিছুন ছুটেছো- ওহে বাপ- বেটা ।
কিসের হুজুগে ছুটিছো, ওরা তো বিষে
বিষে অঙ্গ ভরি,
যে পথে ওরা আসিছে ,সেই পথ কি দেয়েছো
ছাড়ি ?
জাতির অর্জ্ন এভাবে এভাবে আর কত দিন
কাঁদবে ?
আর কত দিন হুজুগে মাতবে জাতি, তুমি কি
বলবে?
মূলের দিকে ফিরে এসো হে জাতি
জ্বলবেই জ্বলবে আঁধারে আলোক বাতি !
তুমি কি শুণতে পাও সেই ত্রিশ লক্ষ
শহীদের কথা ?
হুজুগের প্রীতি ভুলে যাও ভাই,প্রাণে
নাও সেই ব্যথা।
সবাই মিলে দেশটা গড়ি, ফিরে এসো হে সৈনিক
লাল-সবুজের নিশান প্রাণে উড়াও দৈনিক
দৈনিক।
-------------------------------------21-03-2018।
No comments:
Post a Comment