কবি---মোঃ
আমিনুল এহছান মোল্লা।
রমজানের চাঁদ উঠিছে ঐ মুমিনেরে খোঁজ
করি,
কইরে মুমিন আসিছে রোজা মুক্তির পথ ধরি ।
রোজা যে তোর বিজয়
নিশান, মুক্তির ঢাল হয়ে,
পিছু না হঠে রোজাদার ঐ চলিছে প্রভূর
ভয়ে !
স্বাগতম, স্বাগতম -হে রোজা, মুসলিম
উম্মাহর নীড়ে..
মুমিনের মুক্তি সেই স্থানে লিখয়াছে রোজা
ওরে !
জাগিবে মুমিন জাগিবে মুমিন খাইবে
সেহরী খানা
আল্লাহর ভয়ে রোজাদার বান্দা দিবসে
করিবে মানা ।
রহমত ,মাগফেরাত, নাজাত,মুক্তি আনিছে রোজাখানি
কদর রাত্রিতে কোরআন আসিছে মানব
মুক্তির বাণী!
তবু মানব অগ্নি জ্বলিছে শয়তানের পথ লয়ে
আসিলে রমজান মেলি দেয় পাখা অশুভ চক্র
হয়ে ।
সেই চক্রে ভাল নেই রোজাদার, বাংলার
বুকে বুকে,
সুযোগ সন্ধানি সেই কোকিলেরা রাখিয়াছে
বড় দুঃখে !
নিয়ন্ত্রনহীন বাজার চলিছে অলি গলি
সবখানে,
রোজার নামে ছুটিতেছে তারা শয়তানের
গানে গানে..
রমজান মাসে হু হু করি, ছদ্মবেশীরা ডাক
ছাড়ি,
বাংলার বুকে চৈতালী খরা বৃক্ষ সারি
সারি !
ফিরে এসো মুমিন, ফিরে এসে গাও,রোজার
মর্যাদা বুঝে
রোজার বদলা আজি নাও তুমি ,তারই রঙে
সেজে সেজে ।
মাহে রমজান আসিছে ঐ মুমিনেরে খোঁজ
করি,
কইরে তোরা জাগারে প্রাণ রোজার মর্ম্
ধরি ।
------------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment