-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঐখানে তুই মুক্তি পাবি রোজা রাখার ফলে,
ঘোষনা আল্লাহ দিয়েছে ঐ কোরআন পাতায়
বলে ।
নিজ হাতে তাহার বদলা আ্ল্লাহ দিবেন
ভাই..
শয়তান শিকল ভেঙ্গে যাবে রোজাদার যদি
হই
ওরে মুমিন, ওরে মুমিন, উঠরে সেহরি
বেলা,
রাখেরে রোজা খারে তখন নাহি করিস হেলা
রোজার আলোয় জাগরে মুমিন নবীর পথ ধরি,
ওই পার ঊষায় জিতবি তুই আল্লাহ রহমত
ভরি।.
ওরে মুমিন রোজা রাখ,চাও খোদা, চাও রহমান,
ফিরবে নাকো খালি হাতে রোজা আছে যত
প্রাণ ।
-----------------------------------23-04-2018 ।
No comments:
Post a Comment