-কবিমোঃ আমিনুল এহছান মোল্লা।
অর্থের যুবতিরা করে খেলা;
ক্ষমতার যুবকেরা নাচে গায় নিষিদ্ধ
পল্লী !
চারিধারে কেবলই টাকার খেলা;
অর্থের যুবতিরা উলঙ্গ ক্লাবে !
এদিক-ওদিক নিলর্জ্জ চুক্তি গোপনে
গোপনে,
নৈতিকতা আজ ধর্ষিত!
অনৈতিক অর্থের যুবতিরা কেড়ে নিচ্ছে
পবিত্র সতিত্বকে..
ক্ষমতার যুবকেরা অসুরের আচরণে
চারিধারে
টাকার গরমে ক্ষমতার দ্বন্দে হিংস্র থাবায়
থাবায়.
রাজ্যে নিস্পেসিত কোটি কোটি প্রাণেরা…
আঁকা বাঁকা মাঠ তবু
কোটি কোটি দর্শ্ক ছুটেছে অনৈতিক খেলার
মাঠে.
অর্থের যুবতিরা করে খেলা;
ঐ যুবতিদের লোভে নিশি প্রভাত
ভরদুপুর..
নৈতিক চরিত্র আজ পরাজিত
আদর্শ্ আজ নির্বাসিত
বিবেক আজ নিষিদ্ধ পল্লী ।
মালি নির্বাচনে ফুলেরা বিক্রি হয়ে
গেছে
একটুকু স্পর্শের অপেক্ষায়
বিষাক্ত মৌয়ের কাছে
ফুলেরা ভুলে গেছে তার মুধুকে ছিনে
গেছে ।
মর মর অসনি সংকেত,যাত্রীরা ডুবে আছে..
মাঝিদের কুটিল সাগরে ।
চারিধারে,
অর্থের যুবতিরা করে খেলা;
ক্ষমতার যুবকেরা নাচে গায় নিষিদ্ধ
পল্লী !
নৈতিকতা আজ ধর্ষিত!
প্রসব বেদনা উঠেছে আজ ক্ষমতা ও
অর্থের গর্ভে!
-------------------------------------------31-12-2017
No comments:
Post a Comment