-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
তুমি আমার প্রাণকে খুন করেছো,
বহু আগেই করেছো তবু তোমাকে
বারংবার ক্ষমা করে দিয়েছি, শুধু করেছি
কারণ আমি আমার প্রাণকে চিনেছি
যে প্রাণে ছিল এক পবিত্র ভালবাসা !
আর প্রেমই পেরেছে তোমাকে ক্ষমা করতে.
তোমাকে ভালবাসতে, অবিরত ভালবাসতে ।
কারণ আমি আমার প্রাণকে চিনেছি..
আর শুধু ভালবেসেছি কোন পবিত্র
সত্বাকে..
যেখানে শুধু তুমি ছিলে, শুধু তুমি ছিলে
----------------------------------- 15-7-2017

No comments:
Post a Comment