-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বাগতম, স্বাগতম - স্বাগতম
হে মাহে রমজান
রমজানের মহিমা ভরপুর ,ভরপুর ,
সারদিন উপবাস তবু ভয় আল্লাহর
!
বরকতময় রমজান সুমধুর, সমুধুর-
সেথা শুধু ফজিলত ভরপুর ভরপুর !
রোজাদারের প্রতিদান দিবে আল্লাহ নিজ হাতে;
নেই নেই, তুলনা নেই এ বিজয় কারো সাথে ।
খুলে দেয় খুলে যায় রমজান এলে
ভাই..
বন্ধ থাকে বন্ধ হয় শয়তানের নেই ঠাঁই !
শুন ঐ শুন ভাই, ছুটেছে মুমিন দলে দলে..
প্রতিদান পাবেই পাবে তুমি রোজাদার হলে।
স্বাগতম, স্বাগতম - স্বাগতম
হে মাহে রমজান
জাগ হে , জাগ হে ,জাগ হে , মুমিন মুসলমান ।
---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
মোঃ আমিনুল এহছান মোল্লা।
No comments:
Post a Comment