Wednesday, January 23, 2019

সেই চোখ দু’টো


                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
 
সেই চোখ দু’টো! যেমনটা দেখেছিলাম আজ তেমনটাই আছে
শুধু নেই, তুমি নেই আমার মাঝে!

অনেকদিন পর  সেই তোমাকে দেখেছি অপলক চেয়ে আছো
হয়তো এভাবেই থাকবে
যেমনটা এ হৃদয়ে তোমাকে রেখেছি ভালবাসার নিপুন তুলিতে

সেই চোখ দু’টো এখনো বিষ্ময়! স্রষ্টার অপূর্ব্ সৃষ্টি-
এ প্রাণের অমর অবিস্কার-
সে তো তুমি- শুধু তুমি, শুধু তুমি-

অনেক খোঁজেছি পৃথিবীর প্রান্তে প্রান্তে, খোঁজেছি হাজার চোখের পাতায় পাতায়
কোথায় সেই চোখ দু’টো নেই—
আজ পেয়েছি, তোমার চোখ দু’টো পেয়েছি
তাই হয়তো এতো—

সেই চোখ দু’টো! যেমনটা দেখেছিলাম আজ তেমনটাই আছে
শুধু নেই, তুমি নেই আমার মাঝে!
-------------------------------23-01-2019 ।

No comments:

Post a Comment