--কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আমি তোমাকে ভালবাসতে
এসেছি, আমি কেড়ে নিতে আসিনি
তোমার ভালবাসাকে-
শুধু জানাতে এসেছি
তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।
কেউ হয়তো তোমার পথ
চেয়ে আছে,
হয়তো থাকবেও সেই অবদি-
এই এজলাসের বিচারক
শুধু তুমি, শুধু তুমি;
তবুও এসেছি, আর্জি
জানাতে এসেছি -তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি।
কি রায় দিবে জানি
না-
শুধু জানি- এ প্রাণে
এঁকেছি তোমার ছবি
এ প্রাণে লেখেছি তোমার
নাম ।
আমি তোমাকে ভালবাসতে
এসেছি, আমি কেড়ে নিতে আসিনি
তোমার ভালবাসাকে-
---------------------------------23-01-2019
।
No comments:
Post a Comment