Wednesday, January 23, 2019

এ কেমন ইচ্ছে আমার




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,

এ কেমন ইচ্ছে আমার !
যা আমার নয় তারই  ইচ্ছে জাগে, গভীরে!

ইচ্ছের পরিধি প্রবল বেড়ে যাচ্ছে ভিতরে ভিতরে
দেখলেই মনে হয়, আমার জন্যই তুমি এসেছো
তিঁলে তিঁলে দখল করেছো এ হৃদয়ের উর্ব্র ভূমি
দেখলেই মনে হয় চোখ দু’টো ডাকছে আমাকে
কিছু একটা বলছে -

তাকালেই মনে হয় তরঙ্গে তরঙ্গে কেঁপে উঠছে
সেই গভীরের অনুভূতিগুলো-
পলাতক আসামীরা ক্ষেপে উঠছে শিরা -উপশিরায়
কিছুতেই থামছে না
হৃদয় থেকে হদয়ে বুঁনেছি শুধু এক প্রেমের সন্ধি।
অথচ সেই সন্ধিটা আজো হল না-

যা আমার নয় তারই  ইচ্ছে জাগে, গভীরে
এ কেমন ইচ্ছে আমার !
--------------------------------23-01-2019 ।

No comments:

Post a Comment