চোখ দু’টো দেখলেই
মনে হয়, সেই তুমিই চেয়ে আছো!
যেই তুমি হারিয়ে গেছো-
তাইতো দেখি -বারে
বারে দেখি- লুকিয়ে দেখি
তুমি এখনো আছো! আমার
ভিতরেই আছো-
শুধু সম্মুখে নেই
আমার মতো করে নেই
তুমি আছো, তোমার মতো
করেই আছো
তবু মনে হয়, তুমি
আছো দু’চোখের মাঝেই আছো
শুধু আমি নেই, তোমার
হৃদয়ে নেই-
চোখ দু’টো দেখলেই
মনে হয়, তুমি আমারই
কাছে আসলেও মনে হয়,
তুমি আমারই
প্রচন্ড ঘৃণা করলেও
মনে হয়, তুমি আমারই
হৃদয়ে খোঁজলেও মনে
হয়, তুমি আমারই
তোমাকে দেখলেই মনে
হয়, তুমি আমারই
কাছে গেলেই মনে হয়
,তুমি আর নেই !
চোখ দু’টো দেখলেই
মনে হয়, সেই তুমিই চেয়ে আছো!
যেই তুমি হারিয়ে গেছো-
----------------------------------23-01-2019
।
No comments:
Post a Comment