এতোদিন শুনেছি,
শুধু শুনেছি ঘর থেকে ঘরে পেয়েছো সম্মান,
আজ দেখেছি,
বঙ্গ পেরিয়ে ভেঙ্গেছো তুমি ব্যর্থতার অপমান ।
নেতৃত্ব গুনে এনেছো বিজয় সেরাদের সেরা হয়ে
এশিয়ার মুকুট পরেছো তুমি কেবলসের ব্রান্ড জয়ে-
এতো সহজেই হারবেনা জানি আমাদের প্রিয় নেতা-
যুদ্ধে রণে তুমিই সেরা তুমিই
বিজয়ের ত্রাতা-
ওহে জনাব, ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-
পঞ্চ ফুলের দীপ্ত ঘ্রাণে তুমিই সৌরভ বাহার
দৃঢ় শপথে বিবিএস বাগানে এনেছো বিজয় নিশান
দিকে দিকে তাই জেগেছে আজ বিবিএস সব প্রাণ
ওই দেখ ওই,
আনন্দ উল্লাসে মৌয়েরা মেতেছে আজ-
পঞ্চ ফুলের স্পর্শে স্পর্শে জ্বলছে বিজয় তাজ!
এই পুরুস্কার, এই অর্জ্ন, বিবিএস
কেবলস এর প্রাণ।
তাই তো শুনি সবার মুখে এই সম্মানের গান ।
তুমি হাসবেই- তুমি জিতবেই এই শিল্পের বুকে
বিবিএস কেবলস শ্রেষ্ঠ প্রদীপ নিখিলের বাঁকে বাঁকে ।
--------------------------------23-01-2019(উৎসর্গ্ঃ
জনাব ইঞ্জিয়ার আবু নোমান হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক, বিবিএস কেবলস লিঃ-Asia's
Greatest Brands and Leaders Award 2018)

No comments:
Post a Comment