Monday, August 15, 2022

চারিদিকে লুণ্ঠন


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ১৫-০৮-২০২২ ইং

*********************************          

মাতৃকার বুক জুড়ে সোনালী প্রভাতে

নির্দয় চাবুক পিঠে দুঃশাসনের কষাঘাতে।

আয় -ব্যায়ের সংঘাতে

বাঙালি আজ রক্তপাতে !!

 

 অদুরে সিন্ডিকেট বসা-বাজারে কাটে মাথা

সিংহাসনে যেন তেন- কে কয় কথা-

শাসকের অতিকথন অযথা

কে বুঝে নিন্ম মধ্য বিত্তের ব্যাথা?

 

চুরি ডাকাতি লু্ণ্ঠন রাহাজানি অপশাসন

নানা বিধ প্রসহন- শাসকের গর্জ্ন !

শুন্য শুধু জনতার অর্জ্ন

লুণ্ঠন- লুণ্ঠন- চারিদিকে লুণ্ঠন ---

 

আয় – ব্যয়ের বৈষম্য কে দিবে ছুটি ?

এমন একজন নেতা চাই যে হবে খাঁটি ।

------------------------------------------

No comments:

Post a Comment