কবি--মোঃ
আমিনুল এহছান মোল্লা।
ধূমপায়ী সে হতভাগারে বাসে না কেউ ভাল,
জীবনে তার জড়ায়ে আছে রোগ ব্যাধি ঐ
কালো ।
ঘাতক ব্যাধিরা হু হু করে পাখা মেলে
রাতদিন,
অঙ্গে অঙ্গে ক্ষেপে ওঠে যেন বেদনার যত
বীণ ।
অকাল ঝরে প্রাণ আয়ূ;করে নাকো ক্ষমা
দয়াময় !
ঝরা ঝীর্ণ্ দেহ মন গো সমাজে অপমান হয়
।
শিরা- উপশিরায় কত যাতনা বাসা বাঁধে
যেয়ে,
যমদুত বুঝি নেমে এসে গায় রক্ত কণিকা
ধেয়ে ।
কি এক নেশায় জীবনকে ভুলে ধূমপান করে
সদা,
অতটুকু প্রেম থাকে না বুকে আপনার
প্রেমে সেথা।
ফুলের মতন মুখখানি তার দেখত সবে চেয়ে,
ধূমপায়ী সে আজকে কিনা মৃত্যু দুতের
ভয়ে !
ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও বোন, ধূমপান,
ধূমপান
নিজকে বাঁচও, দেশকে বাঁচাও- ওহে আগামীর
গান ।
বিজয় তোমার জড়ায়ে ধরে থাকবে জীবন ভর
সুস্থ দেহে, সুস্থ প্রাণে গড়ে যাও সুখী ঘর ।
ধূমপায়ী সে হতভাগারে বাসে না কেউ ভাল,
জীবনে তার জড়ায়ে আছে রোগ ব্যাধি ঐ
কালো ।
----------------------------------10-1-2018 ।
No comments:
Post a Comment