Thursday, November 20, 2025

জাহান্নামের শাস্তি

 জাহান্নামের শাস্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*****************************************

হে ভাই! হে বোন!
মন দেয়ো আল্লাহর পথে, মনে রাখো শাস্তির কথা।

জাহান্নামের আগুন জ্বলে, দগ্ধ হবে অমনি!
যারা ভুলে আল্লাহকে, তারা হবে অনন্তে দমনি!
সৎ পথের যারা চলে, তারা পাবে জান্নাতের দিন,
আল্লাহর আশীর্বাদে, সুখময় চিরদিন!

দুনিয়ার মায়া-মোহে, যারা হারায় আল্লাহকে,
অগ্নির ছায়ায় দগ্ধ হবে, প্রতিটি ক্ষণেই তারা।
কোরআনে স্পষ্ট লেখা, সতর্ক হও, হে মুমিন ভাই!
পাপীর পথে যারা চলে, তারা হবে চিরকাল দগ্ধ।

জাহান্নামের আগুন জ্বলে, দগ্ধ হবে অমনি!
যারা ভুলে আল্লাহকে, তারা হবে অনন্তে দমনি!
সৎ পথের যারা চলে, তারা পাবে জান্নাতের দিন,
আল্লাহর আশীর্বাদে, সুখময় চিরদিন!

শয়তানের জালে যারা পড়ে, দিশাহীন জীবন তাদের,
তাদের কাঁদাবে কেউ না, শুধু আগুনের ধ্বনি।
হেদায়েত এড়িয়ে যারা চলে, তারা ভোগ করবে শাস্তি,
কোরআন বলে স্পষ্টভাবে, পাপীরা হবে দগ্ধ চিরকাল।

জাহান্নামের আগুন জ্বলে, দগ্ধ হবে অমনি!
যারা ভুলে আল্লাহকে, তারা হবে অনন্তে দমনি!
সৎ পথের যারা চলে, তারা পাবে জান্নাতের দিন,
আল্লাহর আশীর্বাদে, সুখময় চিরদিন!

সজাগ হও, হে মুমিন ভাই, মুমিন বোনেরা,
আল্লাহর পথে চলো, শাস্তি থেকে রক্ষা পেতে।
বিশ্বাসে স্থির হও, সৎকাজে নিবেদিত,
জান্নাতের আলো তোমার, চিরদিনের সুখময় জীবন।

জাহান্নামের আগুন জ্বলে, জ্বলে অমনি!
যারা ভুলে আল্লাহকে, তারা হবে অনন্তে দমনি!
সৎ পথের যারা চলে, তারা পাবে জান্নাতের দিন!
আল্লাহর আশীর্বাদে, সুখময় চিরদিন!
জ্বলে অমনি… জ্বলে অমনি… চিরদিন…
------------------------------------------------------


২০-১১-২০২৫

No comments:

Post a Comment