Tuesday, November 18, 2025

মানসিক সংস্কার

 মানসিক সংস্কার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

শুনো হে! যদি মানসিক সংস্কার না হয়, মানুষের আলো নিভে যাবে!
মিথ্যার শৃঙ্খল ভাঙো! সত্যকে মুক্তি দাও!
জালিমের রাজ্যে ন্যায় হারালে, পৃথিবী কাঁপবে!
নিরীহ প্রাণ চিৎকার করে, শুনে নাও তার ডাক!

ধর্ম বিক্রি, নীতি ফেলে—এটি আর সহ্য হবে না!
বুদ্ধিহীন মানুষকে জাগ্রত করো, মুক্তির পথে দাও!
মানসিক সংস্কার চাই! নয়তো সভ্যতা ভেঙে যাবে!
অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে ফেলো, প্রতিশোধের আগুন জ্বালো!

জাগো হে মানুষ! সত্যের রণক্ষেত্রে লড়াই করো!
ভালোবাসা, ন্যায়, মানবতা—সবই রক্ষা করো!
প্রকৃতির সুরে ন্যায়ের ডাক শুনো, আন্দোলনে উঠো!
মানুষ হোক মুক্ত, অন্যায়ের দমন ভাঙো!

যে জাতি স্বপ্নের দাম জানে, সে গড়ে নতুন ঠিকানা!
মানবতার পথে হেঁটে যাও, আলোর শিখা জ্বালো!
শোনো হে! মানসিক সংস্কার যদি না হয়, সবই হারাবে!
প্রত্যাশার শিখা চিরদিন জ্বলুক, অন্ধকারকে ভেঙে দাও!

বিদ্রোহী চিত্ত জাগুক, অন্যায়ের জাল ছিন্ন হোক!
প্রত্যেক হৃদয় বলুক—“আমি মানুষ, নই দাস বা ফাঁকিবাজ লোক!”
জাগো হে তুমি! সত্যের রণক্ষেত্রে লড়াই করো!
ভুলত্রুটি, অমানবিকতা—সবই ফেলে দাও!

মানসিক সংস্কার চাই! নয়তো সভ্যতা হারাবে!
মানুষের প্রত্যাশা চিরদিন জ্বলে, অন্ধকার ভাঙবে!
শোনো হে! জাগো! লড়ো! মুক্তির আহ্বান শুনো!
মানবতার পতাকা উঁচু করো—বিদ্রোহের আগুন জ্বালো!
--------------------------------------------------


১৮-১১-২০২৫

No comments:

Post a Comment