দাস নয়, নেতা হও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
দাস নয়, নেতা হও — জাগো রে বীর তরুণ!
তোর রক্তে জ্বালো আগুন, গর্জে তোল গগন-বধূন!
নতমুখে নয়, তোল কণ্ঠে, ত্যাগের বজ্রধ্বনি,
বাঁধন ছিঁড়ে দাঁড়াও তুমি, দেশের গৌরবধনী!
শ্লোগানে নয়, কর্মে চেনা — সত্য নেতার মান,
মিথ্যার সিংহাসন ভেঙে গড়, ন্যায়ের রাজস্থান।
চাঁদাবাজ নয়, দখলবাজ নয়, নেতা করে না লাজ,
সে তো গড়ায় রক্তে ফুল, সে তো আলোর সমাজ!
দাসের মত পিছে ঘুরে নয়, নিজের পথ খুঁজে নে,
নিজের মাটি, নিজের ঘামে স্বপ্নের আলো বুনে নে।
নেতার তরে প্রাণ দিলে, তোরই প্রাণ হয় ধূলি,
ওরা রাজা, তুই গরিব — এ কেমন অবহেলা ভুলি?
তাদের ছেলে মেয়েরা জ্ঞানে জ্বলে, আলোয় মিশে রয়,
তোর সন্তানের হাতে বই নেই, আছে শিকলময়।
তুই মরিস জেলে, তারা হাসে — রাজসভাতে যায়,
তুই চিৎকার করিস “জয় নেতা!”, তারা তোরে ভুলে যায়!
তাই বলি আজ, জাগ তুই ভাই, বাঁধন কেটে ফেল,
ভিক্ষা নয়, অধিকার তোর— বলিস দৃপ্ত স্বর-বেল!
জ্ঞান হোক তোর অস্ত্রধার, ত্যাগ হোক তোর ঢাল,
ন্যায়ের তরে গড় তুই নেতা, মিথ্যাকে কর কাল!
উঠে দাঁড়াও, ওরে তরুণ, গর্জে দে এই গান—
“দাস নয়, নেতা হবো”— এ তোর বীরের প্রাণ!
যে নিজের যোগ্যে নেতৃত্বে গড়ে নতুন ভোর,
সেই তো সত্য নেতার সন্তান, সেই তো জাতির গৌর!
-------------------------------------------
১৩-১১-২০২৫
No comments:
Post a Comment