রাজনীতির কৃতদাস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
নিবেদিত কর্মী আজ দল নামে দাস,
নেতার হুকুমে কাঁপে বুকে দম,—জাগে না বিশ্বাস!
মিছিলের ঢেউয়ে ডুবে কোপানো প্রাণ,
তবু চাটুকারীর সুরে বাঁধা থাকে তাদের দান।
তাবেদারির তুর্য বাজে—“হুজুর! হুজুর!” ধ্বনি,
স্বপ্ন ঘুমায় মাটির নিচে—মরে যায় প্রাণের বাণী।
পোস্টার-ব্যানার হাতে তুলে লড়াই করে দিনভর,
ঠোঁট ফাটে, পা কাঁপে—তবু নেতা থাকে অন্তর-সম্রাট ঘর।
চাঁজা-দখল-মাদক সিন্ডিকটে জ্বলে ভয়াল আগুন,
সন্ত্রাসের কুঠার পড়ে গরিবেরই বুকে প্রতিক্ষণ।
বোমার শব্দে আকাশ ভাঙে, ককটেলের অগ্নি-তরঙ্গ,
রাতজাগা শহর কাঁদে—কর্মীর জীবন রক্তরঙ।
জেল-জুলুম-হুলিয়ার বাঁশি বাজে অন্ধকারের পথে,
কর্মীরা সব সহে তবু নেতা হাসে সোনার রথে।
শিক্ষার আলোর পথ তাদের কাছে চিরদিনই বন্ধ,
উচ্চপদে উঠবে তারা?—সে আশা যেন অন্ধ!
নির্বাচনের ময়দানে তাদের নেই অধিকার,
গণতন্ত্রের নাম শুনে হৃদয়ে জমে অশ্রুবার।
যত অপকর্ম—ভারী সব বোঝা কর্মীর কাঁধে,
নেতা শুধু লুটের হরিণ—স্বর্গ বানায় নিজেদের আধে।
নেতার ছেলে-মেয়ে রাজপুত্র—কোথাও নেই সংগ্রামে,
কর্মীর রক্ত ঝরে তবু!—নেতা থাকে রাজার আসনে।
লুটের মদিরা খেয়ে নেতা হাসে, তৃপ্তির হাওয়ায়,
কর্মী শুধু কাঁদে রাত্রি জাগে—চোরাবালির ছায়ায়।
হুকুমই ধর্ম—শিরে বহে তাদের কৃতদাসের শপথ,
মাটি কাঁপে তাদের পদধ্বনিতে—তবু হয় না মুক্ত-রত।
এই কি দেশ? এই কি দল?—এই কি স্বাধীনতার রাগ?
কর্মীরা শুধু কৃতদাস—নেতার হাতে বাঁধা লাগ!
কিন্তু শুনো—বিদ্রোহীর রক্ত এখনো দেহে জাগে,
শেকল ভাঙার সেই ডাকে আগুন জ্বলে বুকে জাগে।
কৃতদাস নয়—মানুষ হবে!–এই হোক নতুন ইতিহাস,
বাংলার মাটি গেয়ে উঠুক—“দাসত্ব ভাঙো! জাগো প্রকাশ!”
------------------------------------------
১৭-১১-২০২৫
No comments:
Post a Comment