Thursday, November 27, 2025

নগ্নতার চর্চা

 নগ্নতার চর্চা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
আমি বিদ্রোহী কণ্ঠ!
আজ আবার ঝড় তুলে বলি—
হে পাষাণ যুগের নতুন সন্তানেরা,
এ কোন উলঙ্গতার নগরী গড়লে?
যেখানে মানুষ নয়,
দেহের চামড়া রাজা—
নৈতিকতা সেখানে ভিখারি হয়ে
দরজায় দরজায় কাঁদে!

হে যুগ! তুমি কি অন্ধ হলে?
অশ্লীলতার আগুনে পুড়িয়ে দিলে
লজ্জার শেষ পাতাটুকুও?
মানবতার বুকে আজ
শৃঙ্খল নয়—
গলিত লোভের আগুন ঝরছে,
মানুষের চোখ হয়ে উঠছে
হিংস্র নেকড়ের নখ!

নারী—
যে ছিল মমতার মন্দির,
সংস্কৃতির গর্ভ—
তাকে আজ বানালে তোমরা
মঞ্চের প্রদীপ,
দেহের নেশা-বাজারের
চকচকে চামড়ার ক্যানভাস!
শাপ তোমাদের আধুনিকতার—
যা নারীর মর্যাদাকে
উন্মোচন করে
জন্তুদের উল্লাসে নিক্ষেপ করে।

আর পুরুষ!
যে ছিল রক্ষক,
সে-ও আজ অভিযুক্ত,
কারণ তোমাদের উন্মাদ যুগ
নারীকে পণ্যে নামালে—
আর পুরুষকে
ধর্ষকের মুখোশে!

এই যে সভ্যতার পোড়া শহর—
এখানে মানুষ পোশাক পরে না,
পরিধান করে
লোভের চামড়া,
লজ্জাহীনতার বিষদাঁত!

আমি বজ্র!
আজ চিৎকার করে ঘোষণা করি—
যে সমাজ দেহ দেখিয়ে বাঁচে,
সে সমাজ আত্মা হারিয়ে মরে!
যে জাতির চোখে
লজ্জার আলো নিভে যায়—
সে জাতিরাই একদিন
নিজেদেরই হাত ধরে
অবনত হয় জাহান্নমের সিঁড়িতে!

উঠো মানুষ!
তুলে ধরো সত্যের তরবারি,
কেটে ফেলে দাও নোংরা আধুনিকতার শিকল—
যে শিকল মানুষকে টেনে নিয়ে যায়
অন্ধকারের অগ্নিখাদে।

আমি বলি—
ফিরে আনো লজ্জা—
ফিরে আনো মানবতার পবিত্র আবরণ!
নইলে পৃথিবী
আর মানুষ থাকবে না—
থাকবে শুধু ধ্বংসের পোড়া ছাই,
যার নাম হবে—
নগ্নতার মহামৃত্যু।
-------------------------------------------


২৭-১১-২০২৫

No comments:

Post a Comment