Monday, November 17, 2025

পরের হক নষ্ট করা

 পরের হক নষ্ট করা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

পরের হক নষ্ট করা—
হে মানুষ! এ জুলুমের তলোয়ার,
এ আগুনের লেলিহান জ্বালা,
এ দোযখের পথেরই প্রথম বিজ্ঞাপনে!
কোরআন গর্জে ওঠে—
“অন্যায় পথে সম্পদ গ্রাস করো না,
ওজনে কম দিও না,
আমানত ফিরিয়ে দাও যার প্রাপ্য!”
বজ্রের মতো ধ্বনি তার—
ন্যায়ের বুকে শাণিত তলোয়ারের ঘা।

হে অত্যাচারী!
পরের প্রাপ্য চুরি করে
তুমি ভাবো বুকে লুকানো ধন?
না! সে ধন তো শয়তানের ফাঁদ,
যা তোমার হৃদয়কে করে রক্তাক্ত,
তোমার কপালে লেখে অন্ধকার বিচার!

আমার গানের ঢেউ আজ উঠুক—
বিদ্রোহের ছন্দে, সন্ত্রস্ত বজ্রের মতো—
পরের হক নষ্ট করা মানেই
মানুষের আত্মাকে হত্যা করা,
আল্লাহর আদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা!
আর সেই যুদ্ধে তুমি কখনোই জিততে পারবে না—
কারণ সত্যের সৈন্যদল অমর,
ন্যায়ের সেনারা অপরাজেয়!

হে মাপ কম দেওয়া ব্যবসায়ী!
হে ঘুষখোর!
হে জালিয়াতির রাতের ডাকাত!
তোমাদের দিকে কোরআন করে অভিশপ্ত ইশারা—
“তোমরা ধ্বংসপ্রাপ্ত!”
কারণ তোমরা শোষণ করো দুঃখীর ঘাম,
দরিদ্রের রক্ত,
অসহায়ের অশ্রু!
তোমাদের কৃতকর্ম আকাশের বুক ছিঁড়ে
চিৎকার করে বলে—
“জুলুম! জুলুম!”

আমি বিদ্রোহী আজ!
বিদ্রোহী হয়ে কোরআনের বাণী নিয়ে
ঘোষণা করি—
যে অন্যের হক নষ্ট করে,
সে আল্লাহর রহমত হতে বঞ্চিত,
সে পৃথিবীর পাপীদের অগ্রনায়ক।
তার ঘর অন্ধকার,
তার পথ মরুভূমি,
তার মনে শত কাঁটার ক্রোধ!

হে মানুষ!
নতুন করে জাগো!
হকের উপর দাঁড়াও,
ন্যায়ের সৈনিক হও।
যার যা প্রাপ্য, ফিরিয়ে দাও দৃপ্ত হাতে।
কারো কান্না যেন না ওঠে তোমার কারণে—
কারণ সেই কান্নার এক ফোঁটা
তোমার কবরকে করে অন্ধকার,
তোমার আমলনামায় ফুটোয় আগুনের গর্ত!

নজরুলীয় বজ্রকণ্ঠে তাই বলি—
হক রক্ষা করো, ন্যায়ের শপথ নাও!
জুলুমের বিরুদ্ধে হও আগুন,
সত্যের পথে হও ঝড়!

পরের হক নষ্ট করো না—
এ আদেশ আল্লাহর,
এ ডাক বিদ্রোহীর,
এ পথ মুক্তির,
এ পথ জয়ের!
-------------------------------------------------


১৭-১১-২০২৫

No comments:

Post a Comment