স্বদেশ প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
স্বদেশ প্রেম কেবল মাটির সঙ্গে বাঁধা নয়।
এ হৃদয়, এ প্রাণ, আলোর পথে ওঠা চোখের কথা।
যে দেশে মানুষ সত্যের পক্ষে দাঁড়ায়,
সেই দেশ আলোর ঘর, শান্ত হাওয়া বয়ে যায়।
কোরআন শিখায়—প্রত্যেক বস্তুর মধ্যে জীবন আছে।
যদি দেশকে ভালোবাসো, তার প্রতি দায়িত্ব থাকবে।
মাটি তোমার জন্মের, মানুষ তোমার আত্মার অংশ।
এগুলোকে সম্মান করো, লুটপাট নয়, ন্যায় রক্ষা করো।
প্রেম মানে গান নয়, পতাকা নয়,
প্রেম মানে চোখে চোখে সত্য দেখা,
হাতে হাতে কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।
যে জনতা এক হয়ে আলোর পথে চলে,
সেই দেশের জন্য আর কি চাই?
নিরাপদ জীবন, সততা, সহানুভূতি—
এটাই স্বদেশ প্রেম।
ছোট ছোট কাজের মধ্যে লুকানো এই প্রেম,
নিঃস্বার্থ দায়িত্বে, সত্যে, ন্যায়ে।
নিজেকে ভুলে দেশের কল্যাণে নিজেকে দিলে,
সেই প্রেম চিরন্তন, সেই প্রেম অমলিন।
------------------------------------------
২৪-১১-২০২৫
No comments:
Post a Comment