Monday, November 24, 2025

ইবলিশের পরিচয়

 ইবলিশের পরিচয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
 ইবলিশ সেই শত্রু, আঁধারের স্বামী,
হৃদয়ে ফোঁটাই ভয়, ভ্রান্তির তামী।

আল্লাহর নাফরমানীতে আমার গর্ব ফুঁটেছে,
অহংকারে মোড়া, অগ্নি শিখা জ্বলে উঠেছে।

সাজাই মিথ্যার বেণী, ছড়াই প্রলোভনের দ্যুতি,
মানুষের পথকে বাঁধি, দিই ভুলের ভয়ঙ্কর গতি।

সৎমনের মন দহন করি, কালে-কালে,
ধোঁকার ছলেই বোনা আমার কল্পনার জালে।

কোরআন বলে, “মানুষকে প্রলুব্ধ করব আমি,
সন্তদের পথ থেকে সরাব নানাভাবে ছলচাতুরী।“

অহংকারে ভরা, আমি সেই দুষ্ট আত্মা,
সত্যের আলোতে আঁধার, নক্ষত্রহীন খাতা।

বন্ধুর মুখে আসি, শত্রুর ছদ্মবেশে,
ভালোবাসার মুখোশে ছড়াই মিথ্যার বেণী বেসে।

যারা আল্লাহর হুকুম ভঙ্গ করে, আমি তাদের পাশে,
পথভ্রষ্ট করি, মিথ্যার ছলছলে, নিঃশেষ করি আশা।

বিপথে ডাকি, প্রলোভনে বাঁধি, ভ্রান্ত করি মন,
সতর্ক হও! কোরআন বলেছে, “এ সে ধোঁকার জন।”

সাধুদের কাছে অদৃশ্য, প্রভাবশালী আমার দ্যুতি,
সচেতন হৃদয়েই হারাই, ভ্রান্তির জালে বাঁধি সব ব্যক্তি।

সত্যের আলো মেনে চল, আল্লাহর পথে দৃঢ় হও,
ইবলিশের চক্রান্ত থামবে, হবে জ্ঞানের জয়ই চিরযৌ।
---------------------------------------


২৪-১১-২০২৫

No comments:

Post a Comment