Tuesday, November 18, 2025

জাগো হে জাগো মুমিন

জাগো হে জাগো মুমিন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

জাগো হে জাগো মুমিন— ইয়া আজলাদুল-মুত্তাকীন,
তোমার হৃদয় হোক মিহরাব-এ-হক, শিরায় শিরায় উঠুক নূরের তামকীন।

ধরে নাও আলমে-সালামত— শান্তির সবুজ লওহায় লিখো তাওহিদের নাম,
“আল্লাহু আকবার”— কাঁপুক দুনিয়া, কাঁদুক বাতিলের যাম।

বলো তুমি—
“হুয়াল আহাদ! হুয়াল কাহ্‌হার!” একক রব,
রব্বুল আলামীন যাঁর জ্যোতি সাগর পাড়ি দেবে সকল শব।

নবীর নামে বলো—
তাজদার-এ-মদিনা, হাবিবুল্লাহ, সিরাজুম মুনির,
আমরা তাঁর উম্মত— আমাদের পথ তাঁর, সিরাতে-নববি ধ্রুবনক্ষত্রের ফির।

কেন আজ উম্মাহ বন্দী জাহেলিয়াতের দালান,
কেন নফসের কাছে আবদ্ধ, করে বাতিলের সোহবত— লোভে-তন্দ্রায় ধ্বান্দা-প্রাণ?

কেন ফিতনার সওদাগর মুকুটে রাজত্ব গড়ে,
মুমিন নেমে যায় গাফলতের খাদে, সন্দেহে অন্ধ অশ্রু ফেলে।

কোথায় তোমার হিম্মত? কোথায় তাওয়াক্কুলের সেতারা?
কেন নফরাত, হাসদ— দাঁড়ায় ঈমানের জল্লাদ-কারা?

মুমিনে-মুমিনে দ্বন্দ্ব— ইখতিলাফের আগুন,
ভাইচারা আজ গোরস্থানে শুয়ে, নীরব— হারানো স্বপ্নের ধুন।

উঠো!
জাগো!
দাওয়াতুল হক-এর ময়দানে বাজুক নতুন সৌতে-ইস্তিকামাত,
রাওনাট স্কুল মাঠে জমুক মাহফিল-এ-নূর, মাজলিস-এ-খাইর, ইজতেমা-এ-বেরকাত।

এসো হে ইবনে-ইমান, তুমি সিপাহ-এ-হক, তুমি মারদান-এ-গাজী,
তোমার ঈমান হোক শমশের-এ-সিফফিন, অদম্য, ঐক্যের বাজি।

তুমি অন্ধকারের আলো— শামা-এ-তাওহিদ,
তুমি নূর-এ-ইলাহির বাহক, সত্যের কণ্ঠস্বর, ঈমানের মুরীদ।

উঠাও দাওয়াহর ঝড়— বাতিলের দুর্গে কাঁপুনি দাও,
তাওবা-ই-নাসুহায় কাঁদাও রূহ, ভাঙো নফসের ফেরাউনী।

বলো—
“লা গালিবা ইল্লাল্লাহ!” সাহায্য কেবল তাঁর,
তাঁর নূর-এ-হেদায়াহ দেবে পথ, রাতকে পার করবে অগ্নিস্রোতে।

হৃদয়ের দরজায় পড়ুক জওয়ালজোশ— কাঁপুক আসমান-ও-জমিন,
ঈমানের স্রোত বয়ে যাক— মতিওয়ালা, রূহ-পরওয়াজ, আলোর রওশন-নগীন।

মুমিন— তুমি পরাজিত নও!
পরাজয় হলো তোমার নফস, গাফলত, দুনিয়ার মোহ—
তুমি নয়! তুমি গালিব, তুমি ফতেহ, তুমি ফিরবে বিজয়ের দোহ।

পৃথিবী অপেক্ষায়—
তোমার ইত্তেহাদের পতাকা,
তোমার উম্মাহর জাগরণ,
তোমার হকের আওয়াজ,
তোমার শুকর ও সিজদাহর বিপ্লবী বরকতধারা।

জাগো হে জাগো মুমিন—
আল্লাহর নামে জ্বলে ওঠো সাহস-এ-সিদ্দিকি,
আমেনার নূর বুকে, ধরো ফারুকি দৃঢ়তা,
হাসানের কোমলতা, হুসাইনের জুলুম-ভাঙা মহাকাব্য-প্রতাপ—
এসবই তোমার ঐতিহ্য, তোমার মিরাস।

তুমি—
উম্মাহর রাহবর,
সত্যের মুজাহিদ,
হকের সালসাবিলের পথিক।

জাগো!
আজকের রাত শেষ হবে তোমার তাকওয়ার আলোয়,
তোমার দোয়ার কান্নায়,
তোমার তাওহিদের অগ্নিশিঙ্গায়।

জাগো হে জাগো মুমিন—
আল্লাহর নূর নিয়ে উঠে দাঁড়াও,
এই দুনিয়ার আঁধার চিরে
হকের সওর ঢেলে দাও।
-------------------------------------------


১৮-১১-২০২৫


No comments:

Post a Comment