ভাললাগা থেকে শুরু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*************************************
ভাললাগা থেকে শুরু—
দিনের প্রথম রোদে তোমার নামের গোপন আলো,
মেঘের ভাঁজে জমে থাকা নীরব অনুভব
হঠাৎ করেই নেমে এলো হৃদয়ের উঠোনে।
গোপনে গোপনে তুমি বলেছিলে—
“হৃদয়ের রক্তকণিকাকেও ভালোবাসি”—
সেই একটি বাক্যেই তৈরি হলো ভেতরে
ঝড়, তুফান, অস্থি-মজ্জায় বয়ে যাওয়া দহন-স্পন্দন।
গভীর কোনো অচেনা নদী যেন
ধীরে ধীরে খুলে দিলো তার ব্যথাতুর স্রোত।
ভাললাগা তখন নিঃশব্দে
ভালবাসার রূপ ধরে ফেললো—
চোখের কোণায় জমা আলো,
শ্বাসের উষ্ণতায় লুকানো আশ্বাস,
একদম অজান্তেই তোমার কাছে বেঁধে ফেললাম জীবন।
আজ তুমি—
হৃদয়ের তরঙ্গধ্বনি,
উত্তাল ঢেউয়ে বয়ে যাওয়া স্বপ্নের নাবিক,
জীবনের জীবন্ত অস্তিত্ব।
কাব্য, গল্প, উপন্যাস—
বিরহের কান্না থেকে আনন্দের উচ্ছ্বাস—
সবকিছুতেই তোমার ছায়া, তোমার রং, তোমার শ্বাস।
কত আগুন!
কত যন্ত্রণা!
কত গভীর অনুভবের দহন—
সবই যেন মিলিয়ে যায়
একটা নামের অগোচর আলোর ভেতর।
তবু মনে প্রশ্ন ওঠে—
ভাললাগাই কি ছিল জীবনের সমাধি?
নাকি তোমার ছায়াই আমাকে ভুল পথে বহন করেছে?
কাকে ভালবেসেছিলাম—
আজও তার উত্তর পাই না—
শুধু শুনতে পাই হৃদয়ের দীর্ঘশ্বাস
অন্তহীন নীরবতার গহিনে।
তবু ভাললাগা থেকে শুরু হওয়া এই গল্প—
যদিও শেষ হয় বিরহের নিঃশব্দ জলছবিতে,
তবু এর প্রতিটি শব্দে, প্রতিটি দহনেই—
তুমি আছো,
এখনো আছো,
আমার কাব্যের গভীরতম প্রার্থনায়।
------------------------------------------------
১৮-১১-২০২৫
No comments:
Post a Comment