Wednesday, November 19, 2025

অপশক্তির উত্থান

 অপশক্তির উত্থান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

হে বাঙালি! জাগো! জাগো!
হৃদয় তোলো, রক্তের ঢেউ বয়ে যাক দিগন্তে।
স্বাধীন মাতৃভূমি কম্পিত, চাদরে ছড়ায় অশ্রুবিন্দু,
সত্য কথা কেউ বলবে না—কণ্ঠ চেপে আছে দানবের বন্যায়।

গণতন্ত্র শিকলবন্দি, ফ্যাসিবাদের চাকা ঘুরে,
জন থেকে জনে ছড়ায় হিংসার অগ্নিস্ফুলিঙ্গ।
মুক্তির কথা সবাই বলে, বজ্রধ্বনি কেউ তোলে না,
মাতৃকা কাঁদে, দানবেরা হাসে, শূন্য চোখে জ্বলে আগুনের ঝরা।

সংস্কৃতি লুণ্ঠিত, পদে পদে লুটে নেওয়া স্বপ্ন,
দেশদ্রোহীর গর্জনে কাঁপছে স্বাধীনতার প্রতীক।
সত্য বললেই দোসর তকমা জুটে কপালে,
বিচারের বাণী শৃঙ্খলিত, কাঁদে নীরব নক্ষত্রের মত।

নায়ক ভিলেনে রূপ নিয়েছে, ভীতি দানবের হাসি জাগায়,
বিশ্বাসঘাতকের দুনিয়ায় বাঙালি একা—অভিশপ্ত জাতি।
অপশক্তি লেপ্টেছে দেশের প্রতিটি প্রান্তে,
হিংসা প্রতিশোধের নেশায় মেতে ওঠে মানুষ, দিনে-রাতে।

অপমান-অপদস্তের প্রতিযোগিতায় নিমজ্জিত বাঙালি,
ঐক্যের চেতনা হারিয়ে হুজুগে ভেসে যায় জনতা।
কিন্তু হে বাঙালি! শোনো—তোমার রক্তের ঢেউ আজও বাজে,
যুদ্ধের আগুন জ্বলে হৃদয়ে, বিদ্রোহের অগ্নিকণিকা ছড়িয়ে চারপাশে।

উঠো! চিৎকার করো! শৃঙ্খল ভাঙো!
বীজমন্ত্র উচ্চারণ করো—“অপশক্তির উত্থান থামুক,
সত্য ও ন্যায়ের বিজয় হোক।”
বিদ্রোহী হৃদয় আর নিস্তব্ধ নয়,
অপশক্তির শৈলীতে দম বন্ধ করে না কেউ,
যে বলে সত্য, যে দাঁড়িয়ে চায় মুক্তির ঝড়!
-----------------------------------------------


১৯-১১-২০২৫

No comments:

Post a Comment