সেই প্রথম দেখা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
পথের ধুলোয় ভেজা দুপুর—
হঠাৎই থমকে দাঁড়ানো আমার;
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েই
অদ্ভুত এক আলো নেমে এলো অন্তরে—
ফুলবাগানের কোণে লুকিয়ে থাকা
দুটি সতেজ কলি
হৃদয়ের ভেতর এক ঝড় তুলল নিঃশব্দে।
যেন প্রথম দেখায় জন্ম নিল
অচেনা এক শিহরণ,
আঙুলের ডগায় কাঁপতে থাকা
অদৃশ্য কোনো স্পর্শ—
যদিও ছুঁতে পারিনি,
তবুও কল্পনায় তাদের রূপ
নরম বাতাসের মতো এসে
গায়ে লাগল, মন ভিজল,
স্বপ্নে ফুটল আলোর রেখা।
সেই কলিদুটি ছিল
বৃষ্টিভেজা ভোরের মতো সতেজ,
চৈত্রের রোদে জন্মানো
দু’ফোটা কিশোর রঙের মতো কোমল।
আজো ভাবি—
আছে কি তারা আগের মতো?
না কি পূর্ণতা পেয়ে
ফুল হয়ে ঝরে গেছে
কোনো অচেনা বাতাসের বুকে?
মৌমাছিরা কি আজো
তাদের সুবাসে মাতাল হয়ে নাচে?
না কি আমিই শুধু—
সেই প্রথম দেখা কল্পনার রঙে
বেঁধে রেখেছি নিজেকে?
যা-ই হোক, সত্যি একটাই—
সেই প্রথম দেখা কলিদুটির আকুলতা
আজো বুকের ভেতর ছোটে
উন্মনার মতো।
হয়তো কোনোদিন—
হয়তো কখনো,
আমার হাতের মুঠোয়
লেগে যাবে তাদের গন্ধ;
মেটে যাবে এই দীর্ঘদিনের সাধ,
শান্ত হবে অনন্ত দহন—
হয়তো, অথবা কখনোই নয়।
তবু মনে হয়,
যদি আবার সেই পথে যাই—
প্রকৃতি হঠাৎই
তোমাকেই আবার দেখাবে,
সেই প্রথম দেখা
সতেজ কলির রূপে।
-------------------------------------------------------
২৬-১১-২০২৫
No comments:
Post a Comment