তুচ্ছ মূল্যে বিক্রি করো না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************************
তুচ্ছ মূল্যে বিক্রি করো না— আল্লাহর পবিত্র বাণী,
এই কোরআন নয় বাজারি মাল, নয় দুনিয়ার কোনো দামি।
এ যে নূরের আলো, হেদায়েতের দিশা—
হারালে পথ হবে অন্ধকার, ভেঙে যাবে আত্মার নিশা।
ও মুমিন! কোরআনকে তুচ্ছ করো না,
এতে জীবন— এতে রহমত— এতে আল্লাহর ডাক শোনা।
দুনিয়ার স্বার্থে দিও না বিকিয়ে,
কোরআন বুকে রাখো আঁকড়ে, থাকো সত্য-সিরাতে টিকে।
যারা আয়াত লুকিয়ে রাখে, দুনিয়ার লোভে পথ হারায়,
কোরআন বলে— সেই ক্রয় কত মন্দ! তারা আগুন কিনে নেয় হাজার দামে।
আমরা তো চাই ঈমানের আলো, সত্য পথের নির্ভরতা,
এই গ্রন্থে আছে মুক্তির পথ— আছে দয়ার মহিমা।
ও মুমিন! কোরআনকে তুচ্ছ করো না,
এতে জীবন— এতে রহমত— এতে আল্লাহর ডাক শোনা।
দুনিয়ার স্বার্থে দিও না বিকিয়ে,
কোরআন বুকে রাখো আঁকড়ে, থাকো সত্য-সিরাতে টিকে।
কোরআনের হুকুম বিক্রি করে, লাভ হবে না দুনিয়া-আখিরাতে,
হারামকে হালাল দেখিয়ে দিলে বিপদ বাড়ে অন্তরাতেই।
চলো ফিরে আসি রবের কাছে,
মেনে নেই আয়াতের ডাকে,
সত্য বলি, ন্যায় ধরি, তাওহিদের পথে থাকি দাঁড়িয়ে।
ও মুমিন! কোরআনকে তুচ্ছ করো না,
এতে জীবন— এতে রহমত— এতে আল্লাহর ডাক শোনা।
দুনিয়ার স্বার্থে দিও না বিকিয়ে,
কোরআন বুকে রাখো আঁকড়ে, থাকো সত্য-সিরাতে টিকে।
এই কোরআন আমাদের প্রাণ— আলোর পথ দেখায়,
যে আঁকড়ে ধরে এ গ্রন্থকে, আল্লাহ তার পাশে দাঁড়ায়।
তুচ্ছ মূল্যে বিক্রি করো না,
করো না সত্যের অবমান,
কোরআনই মুক্তির পথ— চিরকাল অপরিবর্তনীয় জ্ঞান।
------------------------------------------------
২০-১১-২০২৫
No comments:
Post a Comment