কোন চেতনায় ছুটেছি?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হে জাতি! প্রশ্ন করি— কোন চেতনায় ছুটছ আজ?
রক্তে লেখা স্বাধীনতার পথ কি হলো বেদনার সাজ?
কোথায় সেই বজ্র-বীর্য, সেই অহংকার, সেই দীপ্ত শপথ—
যার অনলে দগ্ধ হয়ে ছারখার হয়েছিলো শত্রুর রথ?
পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা যারা হয়েছি মুক্ত,
আজ কি তাদেরই সন্তান হয়ে গেছি স্বার্থলোভে আবদ্ধ?
স্বাধীনতা কি শুধু কাগুজে শব্দ—হয়ে গেছে ক্ষয়ে?
নাকি ক্ষমতার নেশায় জাতি হারাচ্ছে মূল চেতনার স্রোতে ভেসে?
হায়! আজ দেখি দুঃসহ দৃশ্য—
ওরা কারা? যারা শ্রেষ্ঠ সন্তানদের দেয় জুতার মালা!
মুক্তিযোদ্ধার বুকে দেয় অপমানের দাহ,
স্মৃতিসৌধ ভাঙে, মিনারে আঘাত হানে,
জাতীয় সংগীতের সুরে তোলে বিষাক্ত দৃষ্টি—
বাঙালির সংস্কৃতি মুছতে চায়,
শত্রুর মতো ছুঁড়ে ফেলে স্বাধীনতার ইশতেহার!
ওরা কোন মীর জাফর? কোন বিশ্বাসঘাতের বংশধর?
যাদের বুকে মুক্তিযুদ্ধের কথা শুনলেই জ্বলতে থাকে ঘৃণার ঘোর?
জাতি কি এখনো তাদের চেনে না?
চেনে না সেই বিষাক্ত মুখ—
যারা মাঝে মাঝে বন্ধু সাজে,
আর পেছন থেকে ছুরি মারে শিকড়ে, শেকড়ে, ইতিহাসে?
হে জাতি! শুনো—
মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক যারা ভাঙে,
স্বাধীনতার মানচিত্র যারা মুছে দিতে চায়,
তারা স্বাধীনতার বন্ধু নয়—
তারা জাতির ভবিষ্যৎ শত্রু!
জাগো বাঙালি! আবারও জাগো—
রক্তে পাওয়া স্বাধীনতা আজ নিরাপদের প্রশ্নে!
এ প্রজন্ম কি রাখবে তার দায়িত্ব?
নাকি লোভ-অভ্যাসে হারাবে জাতির আত্মার দীক্ষা?
মুক্তিযুদ্ধের চেতনা আজ অবক্ষয়ে—
এই অবক্ষয়ের বিরুদ্ধে চাই বজ্র-বিক্রমে দাঁড়ানো,
চাই অগ্নি-জাগরণ, চাই শপথের তলোয়ার—
যে শপথে বলবে জাতি—
“স্বাধীনতা হারাবো না!
দেশের মান লুটতে দেবো না!
শহীদের রক্ত অশ্রদ্ধা করতে দেবো না!”
চলো জাগি আবার—
নজরুলের অগ্নিশিখা বুকে ধরে,
স্বাধীনতার রক্তলেখার শপথ নিয়ে—
চলো দাঁড়াই সেইসব বিশ্বাসঘাতের বিরুদ্ধে
যারা আজও ইতিহাসে বিষ ঢালে!
চলো জাতি!
এই প্রশ্নের উত্তর দেই—
আমরা স্বাধীনতার যোগ্য কি না!
চলো প্রমাণ করি—
এই দেশ, এই মান, এই স্মৃতি—
আমরাই রক্ষা করবো!
জাগো বাঙালি—
মুক্তির চেতনায় আগুন জ্বালো—
আজও যুদ্ধ, আজও সংগ্রাম—
স্বাধীনতার মান রক্ষারই পরাক্রম-ঘোষণা!
------------------------------------------------------
২৪-১১-২০২৫
No comments:
Post a Comment