নদীতে জন্ম নদীতেই মৃত্যু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
নদীতে জন্ম, নদীতেই মৃত্যু,
বিয়ে হয় আজব রীতিতে,
নৌকা ভাসে ঢেউয়ের তলে,
হাওয়ায় গল্প ভেসে আসে পলকে।
স্থায়ী ঘর নয়, শুধু জল আর বাতাস,
জীবন কাটে ঢেউয়ের ছন্দে, ছায়ার সাথে।
মাছ ধরা, জাল আঁকা, হালকা জামা-ধুতি,
বাঁশের ঘর, নৌকা—হাতের শিল্পে রঙের ছবি।
লোকগানের ছন্দ, ঢোল-বাদ্যের তালে,
নদী ভেসে যায় জীবনের কাব্যে।
উৎসব, বিবাহ, শোক—সব জলই সাক্ষ্য,
নদীর তীরে লেখা জীবনের স্বাক্ষর অমলিন।
খাবার—মাছ, শাক-সবজি, শস্য—
নদীর উপহার, সরাসরি রান্না।
শিক্ষা, স্বাস্থ্য, বাজার—চ্যালেঞ্জের ঢেউ,
তবু নদীর সঙ্গে সম্পর্ক অটুট, ছন্দে ভরা।
পুরুষের হালকা জামা, মহিলার রঙিন শাড়ি,
উৎসবের সাজে হালকা গহনা, নদীকে নमन করি।
নৌকা-উৎসব, মৌসুমি উৎসব, মাছধরার খেলা,
প্রতিটি ঢেউয়ে লেখা—জীবন, সংস্কৃতি, আচার-বেলা।
বেদেরা শুধু মানুষ নয়, নদীর সন্তান,
জল, স্বাধীনতা, ঐতিহ্যের চিরন্তন প্রতীক।
নদীর গল্প, নৌকা, গান, হস্তশিল্প, আচার, জীবন—
সব ভেসে চলে, ছন্দে ছন্দে, আজও।
----------------------------------------------
২৭-১১-২০২৫
No comments:
Post a Comment