Wednesday, November 19, 2025

মন দেওয়ার আগে

 মন দেওয়ার আগে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

হে যুবক, হে যুবতী—
কার পানে হেলে যাচ্ছে তোমার হৃদয়?
নদীর নীরব স্রোত কি শুধু ছোঁয়াই জানে,
অথবা তোমার অশ্রু তার জলছায়ায় মিলেছে।

মন যেন শ্যাওলার নরম পাতা,
ভুল হাতে পড়ে কেবল কুয়াশায় ভেসে যায়।
প্রেম—এক অগ্নিশিখা,
শুধু আলো নয়, কখনো অন্ধকারও বয়ে আনে।

ভুল প্রেমে হৃদয় ডুবে যায় নিঃশব্দ সমতলে,
হতাশার জল ঢেকে দেয় স্বপ্নের পথ।
যাকে ভালোবাসছো—
তার চোখে কি সত্যের নিঃশ্বাস আছে?
নাকি শুধু আঁকে ছায়ার রেখা,
যা কখনো আলো পায় না।

মন দাও সেই হাতে,
যে বোঝে তোমার চুপচাপ ব্যথার ভাষা,
যে আঁকড়ে ধরে আশা,
ভাঙে না স্বপ্নের সূক্ষ্ম লয়।

ভুল প্রেমের ক্ষত—
পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে থাকে।
রক্তে ভেজা প্রেমের মহাকাব্য,
নীরবতার মাঝে কাঁদে, নিভে যায় ছায়ায়।

হে যুবক, হে যুবতী—
ভেবে নাও, সে কি তোমার অন্তরকে আলোকিত করবে?
মন দাও শক্তির সঙ্গে,
ভালোবাসা হোক গড়ার হাত, ভাঙার নয়।

মন দেওয়ার আগে—
ভালোভাবে ভাবো,
প্রেম শুধু স্বর্গ নয়, নরকও নয়,
এটি জীবনসঙ্গী মহাকাব্য, নিঃশব্দে জ্বলন্ত চিরকাল।
---------------------------------------------


১৯-১১-২০২৫

No comments:

Post a Comment