Wednesday, November 19, 2025

মনোনীত দ্বীন

 মনোনীত দ্বীন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া, গাজীপুর
***************************************

মনোনীত দ্বীন ইসলাম— জাগো হে প্রাণ,
তওহিদের আলোয় ভেসে উঠুক জগৎ মহান।
অন্ধকার দূর হোক, কোরআনের পথে হাঁটো,
নামাজে, রোজায়, জিকিরে হোক হৃদয় সযত্নে ভাঁটো।

মনোনীত দ্বীন ইসলাম— এ পথেই মুক্তির গান,
সততার রশ্মিতে জ্বলে ওঠুক মানুষের প্রাণ।
দুনিয়ার মোহে হারিও না কখনো,
নফসের ফাঁদে পড়িও না— রাখো ঈমানের আলো।

রহমতের স্রোত বইছে বুকের ভেতর,
যে মানুষ ঠিক পথে চলে— তারই জীবন সমর।
তাকওয়ার ডাকে কাঁপুক হৃদয়,
হৃদয়ের অন্তরে জাগুক আলোর স্রোতধারার সঞ্চয়।

হে মুমিন! ফেরো আল্লাহর পথে,
নবীজির সুন্নাহ আঁকড়ে ধ’রে।
সত্যের বাণী বলো নির্ভীক,
মনোনীত দ্বীনের পথে থাকো চির-সত্যের দীক্ষিত।

মনোনীত দ্বীন ইসলাম— এ পথ আলীর,
এ পথ বিলালের অটল শপথ।
লা-ইলাহা ইল্লাল্লাহ— হোক এইই তোমার গান,
যেখানে হৃদয় জ্বলে, সেখানে জাগুক ঈমান।
-----------------------------------------------


১৯-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন

No comments:

Post a Comment