সুপ্ত প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
আমার হৃদয় জ্বলছে।
নিঃশব্দে, অবিরত।
তোমার নাম লুকিয়ে রেখেছি চোখের জলেতে।
কেউ বুঝবে না।
কেউ জানবে না।
কতবার আমি চুরি করেছি আমার অস্তিত্ব তোমার জন্য।
প্রতিটি নিঃশ্বাসে তুমি।
প্রতিটি ব্যথায় তুমি।
অগ্নিকুণ্ডের ভিতরে জ্বলছি,
পুড়ে ছাই হয়ে যাই, নিঃশেষে।
বলতে পারিনি।
ভালোবাসা চুরমার হয়ে গেছে অন্তরে।
প্রতিটি রাত, প্রতিটি ঘুম—
অশ্রুজলে ভাসে তোমার অভাব।
একদিন পৃথিবী জানবে, হয়তো কেউ জানবে।
এই প্রাণ ভালোবেসেছিল কাউকে।
কিন্তু বলা হয়নি।
শুধু একজল ফুলে থাকবে আমার শ্রদ্ধা।
আমার প্রেম—
নীরব, অদৃশ্য,
অশ্রুজলে লেখা মহাকাব্য।
দ্বন্দ্বহীন, পবিত্র।
চির অবিনশ্বর।
মৃত্যুঞ্জয়ী।
একদিন কেউ এসে বলবে—
“আমিও তোমাকে ভালোবেসেছিলাম। কেন তুমি বলনি?”
এভাবেই তুমি হয়ে যাবে আমার জীবনের একমাত্র গোপন আগুন।
--------------------------------------------------
২৭-১১-২০২৫
No comments:
Post a Comment