Tuesday, November 18, 2025

আজ তুমি অশ্রুজলে

 আজ তুমি অশ্রুজলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

আজ তুমি অশ্রুজলে—
চোখের জল জমেছে আকাশের গভীরে,
বাতাসও থেমে গেছে নিঃসঙ্গ শূন্যতার প্রান্তে।
অহংকারের শুকনো পাতা ঝরে গেছে পথের কাঁধে,
প্রেম যে কখনো ছিল তোমার অন্তরের উষ্ণ আলো,
আজ সে দূরের ছায়া হয়ে কাঁপছে বৃষ্টির নীরবতায়।

বাগানের সব ফুল শুকিয়ে গেছে—
শূন্যে ভেসে বেড়ায় হাসি,
স্মৃতিগুলো চিৎকার করে দেয়াল হয়ে,
ছুরির মতো তীক্ষ্ণ, নিঃসঙ্গ সন্ধ্যার মর্মে।
তুমি কাঁদো, কাঁপো—
তবু প্রেম ফিরে আসে না এক ফোঁটা।

নিজেকে যে রাজা মনে করেছিলে,
আজ দেয়ালের মতো ভেঙে গেছে।
তুমি নিঃসঙ্গ, তুমি শূন্য,
প্রেমহারা পথিক, ধূসর আকাশের তলে।
নীরবতা ঘন, সময় থেমে গেছে নিঃশেষে,
আজ তুমি অশ্রুজলে—
নিঃশেষ, পরাজিত, নির্জন, একা,
যেন পৃথিবীও কেঁপে ওঠে তোমার নিঃশ্বাসে।
--------------------------------------------------


১৮-১১-২০২৫

No comments:

Post a Comment