ইসলামী দাওয়াতুল হকের ঘোষণাপত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************************************
জাগো হে জাগো মুমিন!— আলমে-হকের তূরী বাজুক আজ,
ধরো পতাকা-এ-সালাম, ভাঙো বাতিলের কাঁটা-ফাঁজ!
শোনো হে শোন মুমিন
রাওনাট স্কুলের পবিত্র ময়দানে দাওয়াতুল হক মাহফিল,
আজ জ্বালাবে নূরের শামা, উঠবে ঈমানের তাহরিকে-কামিল।
বলো হে বলো মুমিন
আল্লাহু আকবার!— তাঁরি নামেই শুরু আমাদের সমাবেশ,
নূর-এ-মদিনা রাসুলুল্লাহ— তাঁর হৃদয়ে রয়েছে উম্মাহর পরম পরিবেশ।
এসো ইবনে-ইমান, এসো মুজাহিদে-হক,
এই ময়দান আজ ইজতেমা-এ-নূর,
এখানে হৃদয় হবে রূহানি, দুনিয়া হবে মাগফিরাতের সুর।
আজ রাত হবে জিকিরে-আজীম, কান্নার তাওবা-ই-নাসুহা,
দোয়ার ডানায় উঠবে সাঈদা, হৃদয় ধুয়ে যাবে গুনাহর নুছরা-দুছরা।
জাগো হে মুমিন জাগো মুমিন!
কেন থাকো ঘাফলতের ঘোরে?
কেন নেমে গেলে সিরাতুল হকের রোশন পথ ছেড়ে অন্ধকারের চোরে?
এ ইসলামী ্জলসা ডাকছে তোমায়—
ইত্তেহাদ, মাতবিয়্যাত, মুহাব্বতের গান,
নবীর পথে ফিরিয়ে নেবে হারানো উম্মাহর ইমান।
বাতিলের প্রাসাদে দাও কাঁপুনি—
আজ রাতে উঠবে জওয়ালজোশের তরঙ্গ,
রাওনাটের আকাশ কাঁপবে,
দুনিয়া শুনবে ঈমানের তিকরার, সত্যের সুরের ভঙ্গ।
এসো হে এসো মুমিন
হাতে নাও কোরআন-এ-মজীদ, বুকে নাও সুন্নাহর নূর,
তুমি অন্ধকারের আলো— শামা-এ-হক, তুমি ঈমানের গর্জন-নূর।
আজকের এ মাহফিল শুধু সমাবেশ নয়—
এ এক রূহ-পরওয়াজ,
এ এক তাওহিদের ঝড়,
এ এক নব জাগরণ—
যেখানে শিরায় শিরায় বাজবে *“লা গালিবা ইল্লাল্লাহ”*র গর্জন।
তাই বলো— বলো হে মুমিন
জাগো হে জাগো মুমিন!
ইয়া আহলুল ইমান, উঠো নূরের বাহিনী হয়ে,
তোমরাই উম্মাহর শক্তি, তোমরাই নবীর জ্যোতি—
তোমরাই বদলাবে দুনিয়া এই মাহফিলের আলো পেয়ে।
--------------------------------------------------
১৮-১১-২০২৫
No comments:
Post a Comment