Tuesday, November 18, 2025

মানসিক সংস্কার

 মানসিক সংস্কার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

জাগো হে মানুষ! বিদ্রোহ করো!
শৃঙ্খল ভাঙো, অন্ধকারে আগুন জ্বালো!
মানসিক সংস্কার চাই—সত্য, ন্যায়, মানবতা,
প্রত্যেক হৃদয় গর্জে উঠুক, স্বাধীনতার ডাক শোনা যাক!

শুনো হে! যদি মানসিক সংস্কার না হয়,
মানুষ নিভে যাবে অন্ধকারে, আলো হারাবে ভাস!
মিথ্যা, জাল, লোভের শৃঙ্খল ছিঁড়ে ফেলো,
সত্যের সিংহাসন গড়ো, অন্যায়কে দাও প্রতিশোধ!

জালিমরা ভয়ে কাঁপুক, ন্যায়কে দেখে হক হোক!
নিরীহ প্রাণ চিৎকার করে, তার আহ্বান শোনো হোক!
ধর্ম, নীতি, বুদ্ধি—সব বিক্রি হলে,
মানবতার পতাকা উঁচু করো, বিদ্রোহ জ্বালাও!

জাগো হে মানুষ! বিদ্রোহ করো!
শৃঙ্খল ভাঙো, অন্ধকারে আগুন জ্বালো!
মানসিক সংস্কার চাই—সত্য, ন্যায়, মানবতা,
প্রত্যেক হৃদয় গর্জে উঠুক, স্বাধীনতার ডাক শোনা যাক!

যে জাতি স্বপ্নের দাম জানে, সে গড়ে নতুন ঠিকানা,
মানবতার পথে হেঁটে যাবে, আলোর শিখা জ্বালাবে সারা।
জাগো হে তুমি! চিৎকার করো, লড়াই করো,
মানসিক সংস্কার চাই—অন্যথায় সভ্যতা হারাবে!

জাগো হে মানুষ! বিদ্রোহ করো!
শৃঙ্খল ভাঙো, অন্ধকারে আগুন জ্বালো!
মানসিক সংস্কার চাই—সত্য, ন্যায়, মানবতা,
প্রত্যেক হৃদয় গর্জে উঠুক, স্বাধীনতার ডাক শোনা যাক!

বিদ্রোহের আগুন হোক চিরদিন,
মানুষ জাগুক, শৃঙ্খল ছিঁড়ে মুক্তির আলো জ্বালুক!
-------------------------------------------------------


১৮-১১-২০২৫

No comments:

Post a Comment