Thursday, November 27, 2025

ভয়ানক ভাইরাল সংস্কৃতি

 ভয়ানক ভাইরাল সংস্কৃতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************

দিক–দিক ছড়িয়ে পড়েছে ভাইরাল অগ্নিকুণ্ড,
মানুষ হয়ে গেছে মাগল উম্মাদ।
ফেসবুকের ঝলক, ইউটিউবের ঝলমলে ফ্ল্যাশ,
টিকটকের নাচে নৃত্য, ইন্ট্রোগ্রামের ফিল্টার—
সব ফাঁদ, সব কৌতুক, সব উলঙ্গতা।

যুবক–যুবতী, বৃদ্ধ–বৃদ্ধা,
সবাই লিপ্সায় আবদ্ধ,
অসীম প্রতিযোগীতায় হারিয়েছে মানবিকতা।
গুজবের বন্যা, মিথ্যার ঝড়,
ফটকাবাজির ছায়া সবখানে—
সত্যের মুখে দাঁড়াতে নেই কেউ।

বেহায়াপনা ছড়ায় চুপিচুপি,
ডিজিটাল নোংরামি ভর করে মন।
হাসি আড়াল করে ক্ষুদ্র অহংকার,
“ভাইরাল হলেই আমি বড়”—
কেউ বোঝে না, অন্তর শূন্য।

ডিজিটাল সন্ত্রাসের ছায়া পড়ে ঘর-বাড়ি,
স্মৃতিশক্তি মলিন, হৃদয় হিমশীতল।
ফেসবুকের চ্যাটে, টিকটকের কমেন্টে
নিন্দা আর বিদ্রূপ—সবার খেলা।
মুখে হাসি, অন্তরে ব্যাধি,
নৈতিকতার মৃত্যু হয়ে গেছে ভীষণ সাধারণ।

এই ভাইরাল সংস্কৃতির চক্রে আমরা বন্দী,
বুকের ভেতর ক্ষুদ্রতম আনন্দও নষ্ট।
দিক–দিক তাকাও, চোখ মেলে দেখো,
ভাইরাল পৃথিবীর নোংরামি—
কতোটা ভয়ানক, কতোটা মর্মান্তিক!

মানুষ একে বলে “মজা”, আমি দেখি সন্ত্রাস।
হৃদয় খোঁচা খায়, চিৎকার করে,
কেউ শোনে না—সব ভেসে যায় ভাইরালের ঢেউয়ে।
------------------------------------------------


২৭-১১-২০২৫

No comments:

Post a Comment