Wednesday, November 12, 2025

ঐক্যই শক্তি

 ঐক্যই শক্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
বিসমিল্লাহ বলে শুরু করি গান,
ঐক্যের বাণী দেয় কোরআনের জ্ঞান।
আল্লাহ বলেন—"ওহে মুমিনগণ,
আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু এক মন।"
ভাঙো না সম্পর্ক, ভুলো না দয়া,
ঐক্যে আছে শক্তি, বিভেদে ক্ষয়।
যে জাতি মিলেমিশে চলে ঈমান ধরে,
আল্লাহ তাতে রহমত বর্ষে নীরে ভরে।
রাসূল (সা.) বলেছিলেন—“মুমিন এক দেহ,
একজন কাঁদিলে অন্যজনও দেহে দেহ।”
যদি এক অঙ্গ ব্যথিত হয় বুকে,
পুরো দেহ জ্বলে ওঠে দুঃখের সুখে।
ঐক্য যেখানে, সেথায় বরকত,
বিচ্ছিন্ন হলে নামে লা’নত।
তাই তো নবী শেখালেন বারেবারে—
“ভাই ভাই হও, কভু না ঝগড়ায় ধারে।”
এক দড়িতে বাঁধা মুক্তার মালা,
তেমনি মিলেমিশে থাকুক ভ্রাতারা সারা।
রঙে, ভাষায়, জাতিতে ভিন্নতা হোক,
কিন্তু হৃদয়ের দোয়া যেন এক রোক।
আল্লাহর পথে সবাই মিলাও হাত,
নাফরমানি নয়—চলো হেদায়াতের রাত।
এক কিবলার দিকে মুখ করে দাঁড়াও,
এক উম্মাহ হয়ে নামাজে কাঁধ মিলাও।
যে জাতি ঐক্যে থাকে অবিচল,
সে জাতি জিতে নেয় বিজয়ের বল।
আর যে জাতি ভাঙে নিজে নিজে,
সে হারায় শক্তি, ধ্বংস হয় দিশেহারা মিছিলে।
তাই এসো, ভাই আমার, মিলি নব চেতনায়,
ঐক্যের পথে ফিরি আল্লাহর রহমায়।
আমরা এক দেহ, এক হৃদয়, এক প্রাণ,
ঐক্যই শক্তি—এই বাণী হোক জ্ঞান।
-------------------------------------------------
১২-১১-২০২৫

No comments:

Post a Comment