Tuesday, November 25, 2025

অভিশপ্ত নেতা

 অভিশপ্ত নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

দিকে দিকে ছায়া, শির উঁচু নেতার,
জনতার চোখে ভয়, হৃদয়ে অভিশাপের ঘা।
হাত গিলে লুট, ধ্বংসে ভরা চিত্ত,
মানবতার পথে তাদের অন্ধকারের ঘা।

মীরজাফর, মুনাফিক, বিশ্বাসঘাতকরা,
অভিশপ্ত কায়মান্দ—জনতার অভিশাপ ভারি।
সাম্প্রদায়িক, উগ্র, দেশদ্রোহী,
অর্থপাচারী, লুটেরাজ—সবই তাদের দারি।

ওরা স্বাধীনতার শত্রু, তাবেদার,
মববাদীর প্রশ্রয়, সন্ত্রাসে পূর্ণ।
জনতা চাপে, ঘুম ভেঙে,
আগুন জ্বালায়, হোক প্রলয়, হোক ঝড়পূর্ণ।

ধ্বংস হউক দুষ্টদের, কায়মান্দের দলে,
উঠুক জনতার প্রতিরোধের ঢেউ।
বিপ্লবের শঙ্খ বাজুক শহর-গঞ্জে,
অন্ধকার ছিন্ন হোক, আলো আসুক স্বপ্নে।

আজকের দুঃশাসকরা হোক ইতিহাসে,
জনতার অভিশাপ হোক প্রতিটি ধ্বনিতে।
বিদ্রোহের বাণী বয়ে উঠুক বাতাসে,
ভোরের আলো হোক দুষ্কৃতির শাস্তিতে।

মানবতার পথে জাগুক মুক্তির জোয়ার,
অভিশপ্ত নেতাদের প্রলয় হোক নিশ্চিত।
জনতার রক্তে লিখিত হোক নতুন অধ্যায়,
স্বাধীনতার পতাকা উড়ুক উঁচু আকাশে।
------------------------------------------------


২৫-১১-২০২৫

No comments:

Post a Comment