আলহামদুলিল্লাহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************
আলহামদুলিল্লা—হ্… আলহামদুলিল্লা—হ্…
রবের নাম নিলে মনে নামে নূরের ছাওয়া।
আলহামদুলিল্লা—হ্… আলহামদুলিল্লা—হ্…
তাঁর দয়া ছাড়া মোর জীবনে নেই আর আশ্রাওয়া।
ঝড় এলে বুকেতে, ভয়কে ডাকি না—
বলিম “হে আল্লাহ! তুমি আছো, এটাই মোর সানা।”
তাওহিদের আলোয় জ্বলে উঠে প্রাণ,
হৃদয়ের চিল্লায় বাজে ঈমান—
আলহামদুলিল্লা, আলহামদুলিল্লা!
রব যখন বলেন— “উদ’উনিই আস্তাজিব লাকুম”,
মোর আঁধার রাতেও জ্বলে ওঠে চাঁদের বরকত–ধুম।
হাদিসের ডাক— “হতাশ হয়ো না হে বান্দা”,
এই সুরে জেগে ওঠে বুকে নূরের বৈদ্যুত ছাঁদা—
আলহামদুলিল্লা, আলহামদুলিল্লা!
আলহামদুলিল্লা—হ্… আলহামদুলিল্লা—হ্…
রবের নাম নিলে মনে নামে নূরের ছাওয়া।
মানুষের দরজা বন্ধ— তবু তাঁর দরজা খোলা,
এক ফোঁটা কান্নায়ও দেন রহমতের ডালা।
সেজদার মাটিতে পড়ে বলি— “হে রব! ক্ষমা করো”,
দূর অন্তরে শোনা যায় ফেরেশতাদের নীরব সুর—
আলহামদুলিল্লা, আলহামদুলিল্লা!
যা দিলেন— মোর শুকরিয়া,
যা নিলেন— তাও তাঁরই দয়া;
মুমিনের জীবন ধৈর্যের রাগে,
কোরআনের সুরে, ঈমানের আগে—
আলহামদুলিল্লা, আলহামদুলিল্লা!
আলহামদুলিল্লা—হ্… আলহামদুলিল্লা—হ্…
রবের নূরে আলো হয়ে পথ দেখায় চিরদিন।
আলহামদুলিল্লা—হ্… আলহামদুলিল্লা—হ্…
এই শব্দেই লুকায় জান্নাতের পথ, মুক্তির সঙ্গীতরাগিণী।
আলহামদুলিল্লাহ।
-------------------------------------------------
১৯-১১-২০২৫
No comments:
Post a Comment