Tuesday, November 25, 2025

অমুসলিমদের প্রতি দায়িত্ব

 অমুসলিমদের প্রতি দায়িত্ব

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

হে মুমিন! শান্তির দিকে জাগো, জাগো!
ইমানের নূর হাতে তুলে নাও—
অমুসলিমের হৃদয়ে রাখো মেহরবানী,
জোর নয়, জোর নয় কোনো অগ্রাসণে

ধর্মের বাঁধন ভেঙে দাও, ভেঙে দাও!
হুরমত রক্ষা করো—
প্রত্যেক প্রাণে ছড়াও আলোর নূর,
দাওয়াতের বাণী বাজাও, বাজাও!

অমুসলিমের পাশে দাঁড়াও, দাঁড়াও!
বিপদে সাহায্য বাড়াও—
হৃদয়ে বাজুক ইনসাফ,
অন্ধকার রাতও ভেঙে যায়!

উগ্রতার প্রাচীর ভাঙো, ভাঙো!
মাহববাতের সেতু বানাও—
সত্য, ন্যায়, ভদ্রতা,
আদাবের দীপ জ্বালাও!

শান্তির ডাক দাও, ডাক দাও!
শত্রু হলেও ইহসান দেখাও—
জীবন, ধর্ম, সম্পদ রক্ষা করো,
আল্লাহর নীতি বলাও!

ভুল বোঝাবুঝি, বিদ্বেষ মুছে দাও,
বন্ধুত্বের রাহ বানাও—
মুমিনের পরিচয় হলো
সৌহার্দ্য, ভদ্রতা, মানবিক দৃষ্টি ছড়াও!

হৃদয় খোলা রাখো, খোলা রাখো!
অমুসলিমের প্রতি দায়িত্ব মনে রাখো—
যেন আল্লাহর সন্তুষ্টি জাগে,
মানবতার জাহান উজ্জ্বল হয়!

ন্যায়, শান্তি, সহানুভূতি—এই তিন হাতে তুলে ধরো,
দায়িত্ব তোমার, দায়িত্ব আমার, সকলেরই, এ মানবতার পাঠশালা!


২৫-১১-২০২৫

No comments:

Post a Comment