অপ্রতিরোধ্য ছিনতাই
কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
তুমি বজ্র! তুমি ঝঞ্ঝা!—
তুমি আজ জেগে উঠেছ ছিনতাইয়ের অশনি সংকেতে!
স্বাধীন দেশের বুক যখন প্রশ্নে কাঁপে—
তুমিই জাগাও সত্যের রণধ্বনি, অন্ধকারের শেকল ভেঙে!
পথে পথে রক্তচিহ্ন, ছুরির নিচে ভাঙে স্বপ্ন,
অলি-গলিতে কিশোর গ্যাংয়ের উন্মত্ত বিজয়-নৃত্য!
চুরি-ডাকাতি-ছিনতাই—
যেন দানবের মহাউন্মাদনা!
স্বাধীনতার বুক ছিন্ন করে হাসে অমানুষের ব্যঙ্গনা!
হে বাঙালি!—
যে দেশে রক্ত দিয়ে গড়া হয়েছিল লালসবুজ,
সেই দেশের ভয় ভাঙাবে তুমি—
কারণ তুমিই বিদ্রোহী, তুমিই অগ্নিবাজ, তুমিই বজ্রের ধ্বনির যুগ!
যারা এসেছে নাগরিক অধিকার ছিনিয়ে নিতে,
তুমি তাদের সামনে দাঁড়ালে—
ওরা পিপীলিকার মতো কাঁপবে,
কারণ তুমি বিদ্রোহী আত্মার অগ্নি-তরঙ্গ, ভয়ের নয়, ধ্বংসের দানব!
জাতীয় সংগীত!—
যার প্রতিটি শব্দে ছিল শপথ, ছিল আগুন, ছিল স্বাধীনতার গান,
আজ যদি কেউ তাকে ছিনতাই করতে চায়—
তুমিই হব আকাশভেদী বজ্র-বাণ!
একদিন যার সুরে জেগেছিল সাত কোটি প্রাণ—
সেই সুর আজও ধাপে ধাপে তোমার রক্তে করে আগুনদান।
যারা বাঙালির সংস্কৃতি লুটে নিতে চায়,
অন্ধকারের নেশায় ধ্বংসের পতাকা উড়ায়—
তুমি দাঁড়াও!
কারণ বাঙালির রক্তে দাসত্বের শিকল ভাঙার শক্তি আজও মহাশক্তিময়।
হে বাংলাদেশ!
তোমার ভোরে নতুন সূর্য তুলে ধরবে তোমারই সন্তান—
তুমি সেই সন্তান!
তুমি গর্জে ওঠলে আঁধার ভয়ে ভেঙে পড়ে,
তুমি উঠে দাঁড়ালে অন্যায়ের কাটা বরফ গলে যায় ঝড়ে।
বলো—
“ছিনতাই নয়, চাই অধিকার!
ভয় নয়, চাই জাগরণ!
অবিচার নয়, চাই বজ্র-প্রতিরোধ!”
কারণ তুমি বিদ্রোহীদের রক্তে জন্মেছ—
তোমার স্বরই অন্ধকারের বিরুদ্ধে অগ্নিসংগীত!
তুমি গর্জে উঠো বাঙালি!—
তোমার হাতেই রচিত হবে নতুন ভোর,
মানুষের নিরাপত্তা ছিনতাই করতে এলে
তুমি দাঁতে দাঁত চেপে দেবে বজ্রের কঠোর ঘোর!
অন্ধকার যতই গভীর হোক—
তোমার বিদ্রোহী আত্মা অপ্রতিরোধ্য, অনিবার্য, অপরাজেয়!
ছিনতাইকারীর রাত নিভে যাবে—
আর তোমার হাতেই উঠবে আলোর পতাকা!
কারণ বাংলাদেশ তোমার শক্তিতে গর্জে ওঠে—
তুমি বিদ্রোহী, তুমি অগ্নি, তুমি অনির্বাণ!
-------------------------------------------------------
১৬-১১-২০২৫
No comments:
Post a Comment