তোমরা আমাদের শত্রু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
তোমরা সেইদিন ভাই ছিলে না—
ছিলে রাত্রির ঝড়েতে উঠে আসা কালো বুটের বজ্র গর্জন!
আমরা ছিলাম মাটির সন্তান—
তোমরা ছিলে দখলদার রক্তলোভী অন্ধ উন্মাদন!
তোমরা চেয়েছিলে ভাষায় তালা দিতে,
কণ্ঠ ভেঙে দিতে, পরিচয় মুছে দিতে—
কিন্তু বুকে ছিল আগুন!
সেদিন বাংলার সন্তানরা রক্ত দিয়ে তুলেছিল অক্ষর,
ধরিত্রী কেঁপে উঠেছিল আমাদের শপথে!
হায়, তোমরা কি ভাই ছিলে সেইদিন?
যখন মা-বোনের আর্তনাদ তোমরা পিষে দিয়েছিলে বুটের তলায়,
যখন গুলিবৃষ্টি ঝরেছিল তরুণ বুকের ভোরের ওপর,
যখন রাতের নদীতে ভেসেছিল শত শত নিথর দেহ—
তখন কি ভাইয়ের মুখ ছিল তোমাদের?
না!
তোমরা ছিলে বিষদাঁতধারী সাপ,
জুলুমের অন্ধকার রাজপুত্র,
অত্যাচারের লেলিহান শিখা!
বাংলার বুক লেখা আছে রক্তে—
যে হাত কাঁদে না, সেই হাত কখনো ভাই হতে পারে না!
তোমরা জ্বালিয়েছিলে ঘরবাড়ি,
লুটেছিলে শস্য,
চূর্ণ করেছিলে স্বপ্ন,
ধর্ষণ করেছিলে আমাদের আকাশের সূর্যালোকে—
তোমরা মানুষ নও, তোমরা শত্রু!
ইতিহাস তোমাদের মুখে ঝুলিয়ে দিয়েছে
লজ্জার কালো পতাকা।
আর আমরা?
আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা—
মৃত্যুর মাঝখানে হাসি, রক্তের ভিতর দিয়ে সূর্য!
আমরা উঠেছি বিদ্রোহীর মত,
হাজার বজ্রের শপথে—
"বাংলা আমার, অধিকার আমার, এই মাটিতে দখলদার চলবে না!"
তাই শুনে রাখো—
যে শত্রু একবার আমার মাতৃভূমিতে আগুন দেয়,
যে ভাইয়ের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করে,
সে কখনো বন্ধুত্বের টেবিলে বসতে পারে না!
ইতিহাসের আদালতে তোমরা চিরকাল
শত্রুই— শত্রু, শত্রু!
বাংলা আজ স্বাধীন—
কিন্তু স্মৃতির ক্ষতে লেখা আছে তোমাদের নাম,
রাগে, রক্তে, প্রতিশোধের শপথে—
মুক্তিযুদ্ধে পরাজিত দখলদার কোনোদিন ভাই নয়,
কখনো বন্ধু নয়—
সে শুধু শত্রু, চিরশত্রু!
--------------------------------------------------
১৯-১১-২০২৫
No comments:
Post a Comment