Wednesday, November 12, 2025

সত্যিকার নেতা

 

সত্যিকার নেতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************************
নেতা সে নয়, যাঁর কণ্ঠে কেবলই গর্জন,
যে ক্ষমতার নেশায় ভুলে মানবতার আয়োজন।
নেতা সে, যে ভীত নয় সত্য বলায়,
যে ন্যায়ের পথে চলে, আল্লাহর ভয় হৃদয়জুড়ে পায়।
যে শাসন করে সুবিচার, রাখে দীনতার মান,
সে-ই তো নেতা, সে-ই মহান।
যে জনগণের সেবায় রাখে অন্তর উন্মুক্ত,
তার নেতৃত্বে জাগে শান্তি, হয় সমাজ পবিত্র।
নেতা সে নয়, যে চেয়ারে বসে গর্বে উঁচু হয়,
নেতা সে, যে মাটির মানুষ হয়ে সবার পাশে রয়।
যে পরিশ্রমে খুঁজে নেয় জীবনের মান,
যে বিনয় দিয়ে জিতে নেয় সবার প্রাণ।
আল্লাহর ভয় যার অন্তরে দীপ্ত,
যে জানে নেতৃত্ব এক পরীক্ষা, নয় কোনো লিপ্ত।
যে অন্যায়ের পাশে দাঁড়ায় না কখনো,
ন্যায়ের পক্ষে থাকে, হোক বিপদ যতই বড়।
সত্যিকার নেতা — সে আলো, সে পথপ্রদর্শক,
নম্রতায় বিনম্র, তবু ন্যায়েতে দৃঢ়।
জনগণের সুখে শান্ত, দুঃখে ব্যথিত প্রাণ,
সে-ই তো নেতা, সে-ই ঈমানের নিদর্শন মহান।
---------------------------------------------------
১২-১১-২০২৫


No comments:

Post a Comment