Sunday, November 16, 2025

শুব্র রাজকন্যা

 শুব্র রাজকন্যা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

শুব্র রাজকন্যা, নিঃসঙ্গতার পথে হাঁটে,
চাঁদের আলোয় তার কষ্টের ছায়া ভাসে।
স্বপ্নেরা ভেঙে গেছে, প্রাসাদ শুন্য রবে,
হৃদয় অমলিন, দুঃখে বিদ্রোহী তার বাজে।

স্বামী দিল তালাক, শুব্রতার দায় মনে করল,
অপরাধহীন হৃদয়, দুনিয়া ভুল বোঝল।
প্রেম, বন্ধন সব হারিয়ে, শুধু কষ্টের স্রোত বাজে,
হতভাগ্য রাজকন্যা দাঁড়ায়, লড়াই তার কাজে।

মায়ের স্নেহ হারিয়ে, প্রাসাদ শূন্য রাত্রি,
অশ্রু ভরা চোখে স্বপ্নের নদী মাতাল।
শত্রু ও বিশ্বাসঘাতক হাহাকার করে,
হৃদয়ের দীপ জ্বলে, বিদ্রোহী উড়ে বাতাসে বাল।

শুব্রতার দোষ নয়, তবু দুনিয়া অভিযোগ তোলে,
নির্দোষ রাজকন্যা, কষ্টের ছায়া সব হরিলে।
হতভাগ্য হলেও সে জাগে, লড়াই থামায় না,
স্বপ্ন ও আশা ধরে, আগুন হয়ে জ্বলে যায় না।

চিৎকার করো, হে রাজকন্যা, দুনিয়ার অন্ধকারে,
স্বামী, শত্রু, বিশ্বাসঘাতক হোক ভেঙে বিক্ষার।
শুব্রতা অপরাধ নয়, তাই লড়ো নিঃসঙ্গ পথে,
হৃদয়ের আগুন জ্বলে উঠুক, বিজয়ের দীপে।

অশ্রু ঝরে, হৃদয় জ্বলে, তবু থামো না,
হতভাগ্য রাজকন্যা, শক্তিতে দাঁড়াও একা।
শত্রু ভেঙে যাবে, স্বপ্ন হবে অমলিন,
শুব্রতার ছায়া দূর হবে, আলোর পথে জ্বলে প্রণ।

প্রাসাদ শুন্য, রাজপথ নিঃসঙ্গ, আকাশও কাঁদে,
চাঁদের আলো যেনো তার কষ্টের ছায়া সাজে।
স্বপ্নেরা ভেসে যায়, স্মৃতির নদীতে হারায়,
শুব্র রাজকন্যা, তবু লড়াই জানায়।

হতভাগ্য হলেও সে জাগে, বিদ্রোহী শক্তিতে ভরা,
প্রেম, বন্ধন হারালেও, আশা তার অমলিন ঢরা।
শুব্রতার দোষ নেই, দুনিয়া ভুল বোঝে,
রাজকন্যা দাঁড়ায় শক্তি হয়ে, অশ্রু ভাসে।

হৃদয়ের শক্তি, আত্মার দীপ, সবই অস্ত্র তার হাতে,
শত্রু ও দুঃখ ভেঙে দাও, রক্তের ছন্দে বাজে।
চিৎকার করো, ঝাঁপাও, ভাঙো সকল শোকের খাঁজ,
শুব্র রাজকন্যা হবে বিজয়ের প্রাস।

হতভাগ্য হলেও সে জাগে, দুঃখের মাঝে বিদ্রোহী,
স্বপ্ন, আশা, প্রেম সব হারলেও, থাকে দীপ অগোছালো।
শুব্রতার দোষ নেই, পৃথিবী ভুলের খেলা,
রাজকন্যা দাঁড়ায় অমলিন, অশ্রুর ছত্রে বেলা।
-------------------------------------------------------------------------


১৬-১১-২০২৫

No comments:

Post a Comment