তাকওয়ার পথে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************************
তাকওয়ার পথে চল, হৃদয় ভরে আলোর মেলা,
নামাজে, রোজায়, করুণা প্রভুর দেখা।
ইমানের দীপ জ্বালাও, অন্ধকার সব ভাঙাও,
হে বন্ধু, আল্লাহর পথে চলো, জীবনকে আলোকিত করো।
হে প্রাণ, আল্লাহর পথে উঠো,
সত্যের দীপ জ্বালাও, পথ অন্ধকার ছুঁড়ো।
নামাজে ভরে যায় মন, রোজার ত্যাগে স্নিগ্ধ প্রাণ,
ইমানের আলোয় জ্বলে হৃদয়, অশান্তি যেন দূরিত প্রাণ।
তাকওয়া শুধু মুখের সাজ নয়, হৃদয়ে যে আলো জ্বলে,
ভয় তুচ্ছ, ন্যায় পথে চলো, পথ দেখায় প্রভুর মিলে।
তাকওয়ার পথে চল, হৃদয় ভরে আলোর মেলা,
নামাজে, রোজায়, করুণা প্রভুর দেখা।
ইমানের দীপ জ্বালাও, অন্ধকার সব ভাঙাও,
হে বন্ধু, আল্লাহর পথে চলো, জীবনকে আলোকিত করো।
নিসফারদে সহায়তা দাও, দুঃখীকে শান্তি দাও,
রিযিক ভাগ করে দাও, প্রভুর দয়া যেন সবখানে ছাও।
সত্যের পথে অদম্য হও, ধৈর্য্যশীল ও স্থির হও,
প্রভুর নাম স্মরণে রাখো, জীবন ভরে যাবে আলোকিত।
হে বন্ধু, আল্লাহর ভয়ে চলো, পাপের পথ ত্যাগ করো,
হৃদয়ের গভীরে ভর করো ভালোবাসা, অন্যায় দূরে সরো।
তাকওয়ার পথে চল, হৃদয় ভরে আলোর মেলা,
নামাজে, রোজায়, করুণা প্রভুর দেখা।
ইমানের দীপ জ্বালাও, অন্ধকার সব ভাঙাও,
হে বন্ধু, আল্লাহর পথে চলো, জীবনকে আলোকিত করো।
তাকওয়ার আলো জ্বালাও, নামাজে হৃদয় ভাসাও,
রোজার ত্যাগে হৃদয় ধুয়ে, অমল জীবনের পথ সাজাও।
প্রভুর স্মরণে শান্তি, ভরিয়ে রাখো জীবনের পাথ,
তাকওয়ার পথে চললে চির জয় হবে, অন্ধকারও হোক নিস্তব্ধ নিভৃন্ত।
তাকওয়ার পথে চল, হৃদয় ভরে আলোর মেলা,
নামাজে, রোজায়, করুণা প্রভুর দেখা।
ইমানের দীপ জ্বালাও, অন্ধকার সব ভাঙাও,
হে বন্ধু, আল্লাহর পথে চলো, জীবনকে আলোকিত করো।
------------------------------------------------
২৪-১১-২০২৫
No comments:
Post a Comment