Thursday, November 27, 2025

সুবোধ তুই পালিয়ে যা

 সুবোধ তুই পালিয়ে যা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************

সুবোধ! তুই পালিয়ে যা,
নদীর মতো সত্যও আজ চিত্তরক্ত,
রাজনীতির খাঁচায় চেঁচামেচি,
হিংসা-মিথ্যার আগুন জ্বলে চারিদিকে।

বাজারে হাসে লোভের মুখোশ,
শিক্ষার ক্লাসরুমে শোনা যায় শুধু কাগজের কথা,
শুধু নোটের দাম,
কাগজে লেখা মরীচিকা!

দুর্নীতি শপথে লুকিয়ে আছে,
মিথ্যা মামলার ছায়ায় ভেঙে পড়ে সাহস।
অত্যাচারের পা চেপে ধরে হৃদয়,
অনাচারের জলে ভেসে যায় মানবতার আশা।

সমাজে তোর স্থান নেই, সুবোধ!
যেখানে সত্য বললে শাস্তি,
যেখানে ন্যায়ের কণ্ঠস্বরে আঘাত,
তোমার চুপ থাকা বাঁচায়,
চুপ থাকা বাঁচায়, চুপ থাকা বাঁচায়।

পালিয়ে যা, সুবোধ! পালিয়ে যা!
নিজের ভিতরে আলো ধর—
যেন অন্ধকারের গহ্বরেও
উজ্জ্বল হয় ন্যায়ের দীপ।

হ্যাঁ! সময় আসবে, সত্য নদী বয়ে যাবে,
হ্যাঁ! সূর্য উঠবে ন্যায়ের কিরণে,
তুই ফিরে আসবি,
তোর অস্তিত্বের দীপ্তিতে
সমাজের চোখে জ্বালাবে আগুন!
---------------------------------------------------


২৭-১১-২০২৫

No comments:

Post a Comment